Malda: ফুলহার নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ২ নাবালিকা
Malda News: সেই সময় পেরিয়ে যায় দুই নাবালিকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রতুয়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা ওই দুই নাবালিকাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
করুণাময় সিংহ, মালদা: ফুলহার নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালিকা। ঘটনাটি ঘটেছে মালদার (Malda) রতুয়া থানার নাককাটি ব্রিজ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে সকাল দশটা নাগাদ কয়েকজন নাবালিকা ফুলহার (Fulhar) নদীতে স্নান করতে যাই। সেই সময় পেরিয়ে যায় দুই নাবালিকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রতুয়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা ওই দুই নাবালিকাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। জানা গেছে ওই দুটি নাবালিকার বাড়ি রতুয়া (Ratua) থানার চারকাটিয়া গ্রামে।
উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে গঙ্গায় স্নান করতে নেমে বিপত্তি। নিখোঁজ তপসিয়ার (Tapsia) বাসিন্দা ২ ছাত্র। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৬ জন স্নান করতে নামেন। স্নান সেরে উঠেও আসেন তাঁরা। ফের একজন জল নামলে, তাঁকে তলিয়ে যেতে দেখে বাঁচাতে যান আরেকজন। এখনও খোঁজ মেলেনি তাঁদের।
কী অনুমান করা হচ্ছে?
সূত্রের খবর, উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ২ ছাত্র মিলে একটু ঘুরে বাড়ি ফিরে আসবে ভেবেছিল। এরপর তারা মিলে গঙ্গায় স্নান করতে নামে। সেখানে একজন প্রথমে জল নেমেছিল। তাকে তলিয়ে যেতে দেখে আরেকজন তাকে বাঁচাতে যায়, কিন্তু তিনিও সেখানে জলে তলিয়ে যায় বলেই আশঙ্কা করা হচ্ছে।
পূর্ব মেদিনীপুরে অসুস্থ ছাত্রী: তীব্র দাবদাহে পুড়ছে গোটা রাজ্য। তাপপ্রবাহে (Heat Wave) রাস্তাঘাটে লোকজন নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল উচ্চমাধ্যমিক (Higher Secondary Students) পরীক্ষার্তী এক ছাত্রী। সামান্য অসুস্থতা নয়, পরিস্থিতির এতটাই অবনতি হয় যে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। তীব্র দহনেই সে অসুস্থ হয়ে পড়ে বলে জানা গিয়েছে।
পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী: পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) তমলুকের (Tamluk News) ঘটনা। মঙ্গলবার সেখানে একটি উচ্চমাধ্যমিক স্কুলে পরীক্ষা চলছিল। পরীক্ষার হলে বসেই আচমকা অসুস্থ হয়ে পডে়ে সায়নিকা চক্রবর্তী নামের ওই পরীক্ষার্থী। পরিস্থিতি বিবেচনা করে আগে থেকেই স্কুলটিতে মেডিক্যাল টিম উপস্থিত ছিল। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করে ওই পড়ুয়াকে সুস্থ করে তোলার চেষ্টা করে তারা।