Kaliganj By Election: প্রিসাইডিং অফিসারকে 'তৃণমূলের ক্যাডার' বলে কটাক্ষ কালীগঞ্জের বিজেপি প্রার্থীর, জড়ালেন তীব্র বাদানুবাদে
Kaliganj By Poll: সকাল থেকেই অভিযোগ আসছিল বিভিন্ন বুথ থেকে। কোথাও বিরোধী এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ। কোথাও শাসকদল বিরোধী দলের এজেন্টকে জোর করে তুলে দিচ্ছে, এমন অভিযোগও উঠেছে।

আবির দত্ত, নদিয়া, কালীগঞ্জ : দেবগ্রামের চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠের ৫৪ নম্বর বুথে বিজেপি প্রার্থী আশিস ঘোষকে আটকাল কেন্দ্রীয় বাহিনী। প্রিসাইডিং অফিসারকে তৃণমূলের ক্যাডার বলে কটাক্ষ করে বিজেপি এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী। প্রিসাইডিং অফিসারের সঙ্গে জড়ালেন বাদানুবাদে। পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে প্রিসাইডিং অফিসারের দাবি, প্রাথমিক ভুল বোঝাবুঝি হয়েছিল, বিজেপি প্রার্থীর এজেন্টকে বসতে দেওয়া হয়েছে।
সকাল থেকেই অভিযোগ আসছিল বিভিন্ন বুথ থেকে। কোথাও বিরোধী এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ। কোথাও শাসকদল বিরোধী দলের এজেন্টকে জোর করে তুলে দিচ্ছে, এমন অভিযোগও উঠেছে। এছাড়াও ইভিএম মেশিনে সমস্যার অভিযোগও শোনা গিয়েছে। এর পাশাপাশি দেবগ্রামের চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠের ৫৪ নম্বর বুথেও অভিযোগ উঠেছিল যে, বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি খতিয়ে দেখতে বুথে যান কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষ। সঙ্গে ছিলেন এক এজেন্ট। বুথে ঢুকতে গেলে প্রথমে বাধার মুখে পড়েন কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর। এরপরই প্রিসাইডিং অফিসারের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী এবং তাঁর সঙ্গে থাকা এজেন্ট। সরাসরি প্রিসাইডিং অফিসারকে তৃণমূলের হয়ে কাজ করছেন বলে কটাক্ষ করা হয়। পাল্টা জবাবে প্রিসাইডিং অফিসার জানান, তিনি তাঁর ডিউটি করছেন। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বুথের গেটের সামনে চলে আসে বেশ কয়েকজন বিজেপি কর্মী। সঙ্গে সঙ্গেই চলে আসে বিশাল নিরাপত্তাবাহিনীও।
এর খানিক্ষণ পর নির্বাচন কমিশনের থেকে ফোন আসে এবং সেই ফোনে কথা বলে প্রিসাইডিং অফিসার বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে দেন। তিনি বলেন 'একটা ভুল বোঝাবুঝি হয়েছিল'। এরপরই নতুন করে সরব হয়েছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ এবং বুথের বাইরে থাকা অন্যান্য বিজেপি এজেন্ট, কর্মীরা। তাঁদের দাবি, এখন যখন ঢুকতে দেওয়া হয়, তাহলে এই যে ২ ঘণ্টার বেশি সময় ভোট হল তখন কেন বুথে ঢুকতে দেওয়া হল না বিজেপি এজেন্টকে? কেন বসতে দেওয়া হল না?
অন্যদিকে বিজেপি প্রার্থী আশিস ঘোষ অভিযোগ করে বলেছেন, 'প্রিসাইডিং অফিসার বলুন আর যাই বলুন, এরা তৃণমূলের ক্যাডার। তৃণমূলের নির্দেশে কাজ করছে। আমরা এটা নির্বাচন কমিশনকে জানিয়েছি।' আজ সকালে ভোট দিতে গিয়ে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদকে বলতে শোনা গিয়েছিল যে, বিরোধীরা এজেন্ট দিতে পারেনি। সেখানে শাসকদল কী করবে।






















