Weather Update: আজ দিনভর বৃষ্টি ! মেঘে ঢাকা থাকবে এই দুই জেলা
Weather Update: সপ্তাহের শুরুতেই ভোগাবে বৃষ্টি, আজ দিনভর মেঘে ঢাকা থাকবে দুই দিনাজপুরের আকাশ।
Weather Update: সপ্তাহের শুরুতেই ভোগাবে বৃষ্টি, আজ দিনভর মেঘে ঢাকা থাকবে দুই দিনাজপুরের আকাশ। সকালে সেভাবে বৃষ্টি না নামলেও দুপুর থেকেই ঢল নামবে জেলায়। তবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। হাওয়া অফিস বলছে, ভারী বৃষ্টির আশঙ্কা নেই দুই দিনাজপুরে।
দুপুর থকেই বৃষ্টি
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সেই ক্ষেত্রে গত সপ্তাহের তীব্র দাবদাহের স্বস্তি মিলবে সপ্তাহের প্রথমে। হাওয়া অফিস বলছে, সকালে মেঘে ঢাকা থাকবে আকাশ। ৮টার পরই তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫ কিলোমিটার। তবে সকাল থেকেই ভোগাবে আপেক্ষিক আদ্রতা। দিনের সর্বোচ্চ আদ্রতার পরিমাণ হতে পারে ৯৬ শতাংশ। হাওয়া মোরগ বলছে, দুপুরের আগেই বৃষ্টি নামবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সেই ক্ষেত্রে কোথাও শীলা বৃষ্টিও দেখা যেতে পারে।
কী বলছে রাজ্য়ের আবহাওয়া ?
ধবার পর্যন্ত রাজ্যে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী বুধবার পর্যন্ত রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতিও হতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
পূর্বাভাসে বলা হয়েছে- আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ৭০ থেকে ১১০ মিলিলিটার বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে। সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কেন এই বৃষ্টি ?
দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ এবং দক্ষিণ ছত্তীসগঢ়ের উপর তৈরি হয়েছে জোড়া ঘুর্ণাবর্ত। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে রাজ্যে (West Bengal) প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে বুধবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
• নদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি