WB News Live Updates: সোম থেকে শনি কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে টিকাকরণ
WB News Live Updates: সোম থেকে শনি কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে টিকাকরণ
LIVE
Background
সুমন ঘড়াই, ঊজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষ, কলকাতা: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে পুজোর ছুটির পরেই খুলছে স্কুল। তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগের মধ্যেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অক্টোবরে দুর্গাপুজো। বাঙালির সবচেয়ে বড় উত্সব। করোনা পরিস্থিতি ঠিক থাকলে উৎসবের মরসুমের পরই, খুলতে পারে রাজ্যের স্কুলগুলি। সোমবার নবান্ন থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, তৃতীয় ঢেউ ভয়াবহ না হলে, তবেই পুজোর পর স্কুল খুলবে। এদিকে, এদিনই প্রধানমন্ত্রীর দফতরকে সতর্ক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট রিপোর্ট দিয়েছে, ডেল্টা প্লাসে ভর করে অক্টোবরের মধ্যে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ।
অন্যদিকে, স্কুল-কলেজ খোলার দাবিতে, সোমবার হাজরা মোড়ে মিছিলের ডাক দেয় এসএফআই। পুলিশের বাধা পেয়ে, রাস্তাতেই বই-খাতা নিয়ে বসে পড়ে প্রতিবাদ জানান সদস্যরা।
এরই মধ্যে এবার শিক্ষক নিয়োগের দাবিকে ঘিরেও ‘খেলা হবে’ স্লোগান উঠল হুগলির চুঁচুড়ায়। পুজোর আগে শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে হুগলির জেলা সদরে হল মিছিল। মিছিল শেষে জেলাশাসকের দফতরে স্মারকলিপি জমা দেন চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, ২০১৪ সালের প্রাথমিক টেটে লিখিত ও মৌখিক দুটিতেই সফল হয়েছেন তাঁরা। প্যানেলভুক্ত হয়েছে নাম। চাকরিপ্রার্থীদের অভিযোগ, সাত বছর ধরে নিয়োগপত্র দেওয়া নিয়ে টালবাহানা চলছে।
গত ২১ জুন নবান্ন থেকে রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক মিলিয়ে মোট ৩২ হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলা হয়, পুজোর আগে উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। ওই সময়ের মধ্যে প্রাথমিকে নিয়োগ হবে সাড়ে ১০ হাজার শিক্ষক। পুজোর পর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত প্রাথমিকে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষক নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে বহু মামলা হয়েছে। দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীদের একটি বড় অংশ। সোমবার ‘খেলা হবে’ স্লোগান তুলে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ সামনে আসতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সবমিলিয়ে টেট বিতর্ক পিছু ছাড়ছে না রাজ্য সরকারের।
West Bengal News Live Updates: সোম থেকে শনি কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে টিকাকরণ
কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের জন্য আলাদা কোনও দিন নয়, দু’দিনই দু’প্রকার টিকাই পাবেন গ্রাহকরা। এদিন, কলকাতা পুরসভার ৮ নম্বর ওয়ার্ড, বাগবাজার এলাকার এক স্বাস্থ্যকেন্দ্রে নতুন নির্দেশিকার ভিত্তিতে ভ্যাকসিনেশন প্রক্রিয়া চলে।
WB News Live Updates: সোম থেকে শনি কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে টিকাকরণ
সোম থেকে শনি, সকাল ১০ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত, কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে দেওয়া হবে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ। যিনি আগে আসবেন, তিনি আগে টিকা পাবেন। এই ভিত্তিতেই হবে ভ্যাকসিনেশন, জানিয়েছে পুরসভা।
West Bengal News Live Updates: বর্ধমান শহরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
বাড়িতে ঢুকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মারধরের অভিযোগ ওঠে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা শিবশঙ্কর ঘোষের।
WB News Live Updates: বর্ধমান শহরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ মৃত্যু বর্ধমানের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অনুগামীর। বর্ধমান পুরসভা থেকে ফেরার পথে লাঠি-রড নিয়ে হামলার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।
West Bengal News Live Updates: বর্ধমান শহরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
বর্ধমান শহরে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের নেপথ্যে দলেরই বিধায়ক ও এক নেতার বিরুদ্ধে আঙুল তুলেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব।