West Bengal News Live: রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ৭০৮, মৃত ১৩
Get the latest West Bengal News and Live Updates:৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যে বন্ধই থাকছে লোকাল। পুজোর জন্য ১০ থেকে ২০ অক্টোবর রাতের বিধিনিষেধ শিথিল
LIVE
Background
কলকাতা: বিজেপি নেতা হয়েও হিন্দুস্তানি আওয়াম মোর্চার নির্বাচনী এজেন্ট! গাড়িতে হামলার পরে নিজেই বিতর্কে জড়ালেন কল্যাণ চৌবে। অস্বস্তির মুখে একই ভাবধারার দল বলে সাফাই।
ভবানীপুরে ভোটের শেষলগ্নে তুলকালাম। পদ্মপুকুরে কল্যাণ চৌবের গাড়ি ভাঙচুর। বহিরাগত অভিযোগে তাড়া করে আপ্ত সহায়কককে ধরালেন তৃণমূল নেতা।
তাড়া করে পাকড়াও
বাইক চালকের সঙ্গে বচসায় গাড়িতে ভাঙচুর। রাজনীতির কোনও যোগ নেই, কল্যাণের অভিযোগ খারিজ কমিশনের। বহিরাগত বিতর্কে কল্যাণকেই গ্রেফতারের দাবি ফিরহাদের।
ভুয়ো ভোটারের অভিযোগে ভবানীপুরে তুলকালাম। সায়েন্টিফিক রিগিংয়ের অভিযোগ বিজেপির। শান্তিপূর্ণ ভোটে শুধুই অশান্তির চেষ্টা, পাল্টা তৃণমূল।
এলাকায় ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। সুব্রত-ফিরহাদের বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির। কোনও বিধিভঙ্গ হয়নি, পাল্টা দাবি ফিরহাদের।
ভোট দেবেন কাকে? ভোটের লাইনেই ভোট চাইলেন সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থী। বিতর্কের মুখে অস্বীকার। বুথের কাছে নকল ইভিএম দেখিয়ে প্রচার তৃণমূলের।
ছাপ্পা ভোটের অভিযোগে উত্তপ্ত সামশেরগঞ্জ। কংগ্রেস- তৃণমূল বচসা। পুলিশকে ঘিরে বিক্ষোভ। ৯টি বুথে পুনর্নিবার্চনের দাবি কংগ্রেসের। ভিত্তিহীন দাবি, পাল্টা তৃণমূল।
বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই শেষ ৩ কেন্দ্রের ভোট। ভবানীপুরে ভোট পড়ল প্রায় ৫৫ শতাংশ। সামশেরগঞ্জে ৭৯ শতাংশ, জঙ্গিপুরে ৭৬ শতাংশ।
৩০ অক্টোবর ৪ কেন্দ্রে উপনির্বাচন। শান্তিপুর ছাড়া আর কোথাও প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। জানিয়ে দিলেন অধীর।
ভার্চুয়াল হাজিরার আবেদনে মিলল না অনুমতি। ১২ অক্টোবর সপ্তমীর দিন, কয়লাকাণ্ডে দিল্লির পাতিয়ালা কোর্টে সশরীরে যেতেই হবে রুজিরাকে। প্রয়োজনে জামিনযোগ্য ধারায় ওয়ারেন্টের দাবি ইডির।
কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিত্ সরকার খুনের মামলায় চার্জশিট।২০ জনের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। খুনের অভিযোগ এবং মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ চার্জশিটে।
৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যে বন্ধই থাকছে লোকাল। পুজোর জন্য ১০ থেকে ২০ অক্টোবর রাতের বিধিনিষেধ শিথিল। স্কুল খোলা নিয়ে কোনও নির্দেশ নেই বিজ্ঞপ্তিতে।
রাজ্যে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যু। ২৪ ঘণ্টায় ফের সংক্রমিত সাড়ে সাতশর দোরগোড়ায়। মৃত ১৫। পড়ুয়াদের টিকাকরণ শুরু হল কলেজ বিশ্ববিদ্যালয়ে।
বাড়ল সংক্রমণ-মৃত্যু
ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি। ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের ৫ জেলায় প্লাবনের আশঙ্কা। হাওড়া, হুগলি, পঃ বর্ধমানের জন্য সেনা চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের। বীরভূম, বাঁকুড়ার জন্য থাকছে এসডিআরএফ।
WB News Live Updates: ট্যাক্সি থেকে ভাইয়ের বস্তাবন্দি মৃতদেহ নামাতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়লেন যুবক
ট্যাক্সি থেকে ভাইয়ের বস্তাবন্দি মৃতদেহ নামাতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়লেন যুবক। শুক্রবার ঠাকুরপুকুরের বাখরাহাট রোডে ঘটে ঘটনাটি। যুবকের দাবি, দেহটি তাঁর দুর্ঘটনায় মৃত ভাইয়ের। মাকে দেখানোর জন্যই তিনি মৃতদেহটি নিয়ে যাচ্ছিলেন। স্থানীয়দের থেকে খবর পেয়ে নারায়ণ ঘোষাল নামে ওই যুবককে আটক করে পুলিশ। মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তে। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে যুবক জানিয়েছেন, তিন দিন আগে দুর্ঘটনায় তাঁর ভাই কৃষ্ণ ঘোষাল আহত হয়েছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। ভাইয়ের মৃতদেহ মাকে দেখানোর জন্যই এভাবে এনেছেন। যুবক সত্যি কথা বলছেন কি না, খতিয়ে দেখছে পুলিশ।
WB News Live: করোনা পরিস্থিতির কারণে এবারের শারদোত্সবে বিভিন্ন ক্লাবের পাশে দাঁড়িয়েছে চোরবাগান পুজো কমিটি
করোনা পরিস্থিতির কারণে এবারের শারদোত্সবে বিভিন্ন ক্লাবের পাশে দাঁড়িয়েছে চোরবাগান পুজো কমিটি। একাধিক দুর্গা পুজো কমিটিকে প্রতিমা দিয়ে সাহায্য করছে তারা। আজ সকালে চোরবাগান পুজো কমিটির তরফে বিভিন্ন জায়গায় সেই প্রতিমা পাঠানোর কাজ শুরু হয়েছে।
WB News Live Updates: নির্বাচন কমিশনের বিরুদ্ধে চাঞ্চল্যকর বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের
ভবানীপুর উপনির্বাচনে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর চেষ্টা করেছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
WB News Live: খড়দার প্রয়াত তৃণমূল প্রার্থী কাজল সিনহার স্ত্রীকে প্রার্থী না করে তাঁর পরিবারের সঙ্গে অন্যায় করা হয়েছে
খড়দার প্রয়াত তৃণমূল প্রার্থী কাজল সিনহার স্ত্রীকে প্রার্থী না করে তাঁর পরিবারের সঙ্গে অন্যায় করা হয়েছে। সান্ত্বনা পুরস্কার হিসেবে ধরিয়ে দেওয়া হয়েছে দলীয় পদ। অভিযোগ করলেন, বিজেপি সাংসদ অর্জুন সিংহের। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল শিবির। প্রয়াত প্রার্থীর স্ত্রী জানিয়েছেন, দলের দায়িত্ব পেয়ে তিনি খুশি
WB News Live Updates: কোচবিহারের মাথাভাঙায় মাঝরাতে যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা
কোচবিহারের মাথাভাঙায় মাঝরাতে যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা। বাঁচাতে গেলে, মারধর করা হয় তাঁর স্ত্রীকে। হাত ভেঙে যায় মহিলার। ঘটনায় দলেরই একাংশের দিকে আঙুল তুলেছেন যুব তৃণমূল নেতা। তৃণমূলের এই দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি