West Bengal News Live Updates: শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পূর্বের দিকে এগোচ্ছে জওয়াদ
WB News Live Updates: শেষমুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করলেন বিজেপির ২ প্রার্থী। ১৩৩, ১৩৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেছেন। দেখুন রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের আপডেট...
LIVE
Background
দেশজুড়ে ওমিক্রন (Omicron) আতঙ্কের মধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) ২ জন করোনা (Coronavirus) রোগীর মৃত্যুতে বাড়ছে আতঙ্ক। হাসপাতালে ভর্তি ১৩ জন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক উড়ানে সফর করেছেন, এমন যাত্রীদের নিয়ে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেছেন দার্জিলিঙের (Darjeeling) জেলাশাসক। কঠোরভাবে করোনাবিধি পালনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ শিল্পাঞ্চলে জমি জটে আটকে বেসরকারি হাসপাতাল তৈরির কাজ। সংস্থার অভিযোগ, জমি অধিগ্রহণ করেও এলাকার আদিবাসীদের বাধায় কাজ করতে পারছেন না তাঁরা। আদিবাসীদের অভিযোগ, তাঁদের যাতায়াতের রাস্তা দখল করছে বেসরকারি সংস্থা। জমির মালিকানার নিষ্পত্তি করে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে প্রশাসন।
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ট্রমা কেয়ার সেন্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছে রোগী কল্যাণ সমিতি। মেডিক্যাল কলেজ সূত্রে খবর, রাজ্যের চক্ষু চিকিত্সার একমাত্র সরকারি হাসপাতাল রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির ৮৮ বছরের পুরনো ভবন ভেঙে তৈরি হবে ট্রমা কেয়ার সেন্টার। এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
নামী সংস্থার মোবাইল ফোনের টাওয়ার বসানোর নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। কেষ্টপুর থেকে গ্রেফতার ৩ জন। KYC আপডেট করার নামে অ্যাপ ইনস্টল করিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ লেকটাউনে। বিহারের গয়া থেকে গ্রেফতার এক অভিযুক্ত।
তৃণমূলের কড়া বার্তার পরেও মনোনয়ন প্রত্যাহার করলেন না ২ বিক্ষুব্ধ। তৃণমূলের টিকিট না পেলেও, ৬৮ নম্বর ওয়ার্ডে জোড়া পাতা প্রতীকেই লড়বেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। ৭২ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবেই ভোটে লড়াই করবেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। দলের বিরুদ্ধে নই, প্রার্থীর বিরুদ্ধে, দাবি ২ নির্দল প্রার্থীর।
West Bengal News Live: শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পূর্বের দিকে এগোচ্ছে জওয়াদ
শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পূর্বের দিকে এগোচ্ছে জওয়াদ। ঘূর্ণিঝড়ের আশঙ্কা না থাকলেও জওয়াদের প্রভাবে দিঘায় উত্তাল সমুদ্র, সঙ্গে বৃষ্টি, ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর ও উত্তর পূর্ব দিক ধরে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোবে জওয়াদ। আজ মাঝরাতে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে আজ ও কাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
West Bengal News Live Updates: অভিযোগ পেয়ে ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডে জলাভূমি ভরাট বন্ধ করলেন পুর প্রশাসক
অভিযোগ পেয়ে ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডে জলাভূমি ভরাট বন্ধ করলেন পুর প্রশাসক। বাজয়াপ্ত করা হয়েছে বালি ভর্তি ডাম্পার ও মাটি কাটার সরঞ্জাম। নাটক করছে, কটাক্ষ বিজেপি সাংসদ অর্জুন সিংহর।
West Bengal News Live: ইন্দপুর থানার ছত্রবাদে একটি বেসরকারি বাস উল্টে জখম হলেন প্রায় দশ জন
ইন্দপুর থানার ছত্রবাদে একটি বেসরকারি বাস উল্টে জখম হলেন প্রায় দশ জন। আজ বিকালে গোপালপুর থেকে বাসটি বাঁকুড়ার দিকে যাওয়ার সময় ইন্দপুর থানার ছত্রবাদের কাছে একটি বাঁকের মুখে বাস উল্টে জখম হন মোট ১০ জন যাত্রী। আহতদের প্রাথমিক ভাবে ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
West Bengal News Live Updates: জওয়াদের প্রভাব, সঙ্গে অমাবস্যার কটাল,কোথাও ভাঙল নদীবাঁধ,কোথাও সমুদ্র বাঁধ উপচে ঢুকল জল
জওয়াদের প্রভাব, সঙ্গে অমাবস্যার কটাল। জোড়া ধাক্কায় কোথাও ভাঙল নদীবাঁধ। কোথাও সমুদ্র বাঁধ উপচে জল ঢুকল গ্রামে। তার ফলে দুর্ভোগ বাড়ল গোসাবা, সাগর ও মৌসুনি দ্বীপে। সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্ধ রাখা হয় ফেরি সার্ভিস
West Bengal News Live: ঘূর্ণিঝড় জওয়াদ পরিণত হয়েছে নিম্নচাপে,দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
ঘূর্ণিঝড় জওয়াদ পরিণত হয়েছে নিম্নচাপে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কাল বিকেলের পর থেকে কমবে হাওয়ার গতি। মঙ্গলবার থেকে উন্নতি হবে আবহাওয়ার