WB Live News Updates: 'মুখ্যমন্ত্রীর পার্সোনাল চেম্বারে কোনও মিটিংয়ে যাব না', দাবি শুভেন্দুর
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
চাকরি দুর্নীতির চেন কতদূর? হদিশ নেই কুন্তল-বর্ণিত হৈমন্তীর, খোঁজ নেই গোপাল দলপতিরও। কোথায় কোথায় নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা? ঘনাচ্ছে রহস্য। (Kuntal Ghosh)
খোঁজ মিলল কুন্তল-বর্ণিত রহস্যময়ীর ঠিকানার। হাওড়ার (Haoimanti Ganguly) বাকসারায় হৈমন্তীর বাপের বাড়ি, বেহালায় ফ্ল্যাট। বিবাদী বাগে অফিস। ঝুলছে তালা। খুঁজে বের করল এবিপি আনন্দ। (Howrah News)
কখনও বলছেন যোগাযোগ নেই, কখনও বলছেন মেয়ে এসেছেন ১০-১২ দিন আগেই। হৈমন্তীর মায়ের কথায় অসঙ্গতি। কিছু লুকোচ্ছেন হৈমন্তীর মা?
হৈমন্তীকে নিয়ে শোরগোলের মধ্যেই লেকটাউনে বিউটি পার্লার ঘিরে রহস্য। মাঝেমধ্যেই আসতেন হৈমন্তী, দাবি স্থানীয়দের। কুন্তল-বর্ণিত রহস্যময়ীর নাম প্রকাশ্যে আসতেই হঠাৎ পার্লারে তালা।
গোপাল দলপতির (Gopal Dalapati) আরও কীর্তির হদিশ। ক্যান্টনমেন্টে ছিল অঙ্কের কোচিং সেন্টার। বিয়েও করেছিলেন আগে। জানাচ্ছেন বাড়ির মালিক। তাঁর দাবি, অঙ্কে ভাল ছিলেন গোপাল, বিয়েও করেছিলেন।
হৈমন্তীর বাড়ি, ফ্ল্যাট, অফিসের হদিশ মিললেও খোঁজ নেই গোপাল দলপতির। নেই বাজকুলের বাড়িতে। যোগাযোগ করা যাচ্ছে না ফোনেও, দাবি গোপালের মায়ের।
শহরে সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর। নিয়োগ দুর্নীতির তদন্ত কোন পর্যায়ে, রিপোর্ট নেবেন সিবিআইয়ের সেকেন্ড ইন কম্যান্ড। রোডম্যাপ ঠিক করতে বৈঠক।
পদ্ধতি মেনে ২০১৬-য় হয়নি নিয়োগ-প্রক্রিয়া, চোদ্দর টেটের ভিত্তিতে দেওয়া হয়নি অ্যাপটিটিউট টেস্টের ব্যাপারে কোনও নির্দেশ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে মানলেন ইন্টারভিউয়াররাই।
ভাষা দিবসে শুভাপ্রসন্নর মন্তব্য, এবার সারদা থেকে খাল দখলের অভিযোগ নিয়ে আক্রমণে কুণাল। (বাইট---'প্রভাবশালী বলেই হয়তো সিবিআই-ইডি গ্রেফতার করেনি'
কুণালের পর এবার ইদ্রিশের নিশানায় শুভাপ্রসন্ন। মমতা না থাকলে কেউ চিনত না বলে কটাক্ষ। প্রতিহিংসার শিকার, চাইলে বিজেপির দরজা খোলা, পাল্টা অগ্নিমিত্রা।
সমাবর্তনের দিনও বিশ্বভারতীতে রাজনীতির উত্তাপ। আমন্ত্রণ পেয়েও গেলেন না সুদীপ। উপাচার্যর কাজ নিয়ে দিল্লিতে সুর চড়ানোর হুঁশিয়ারি। হাওয়া গরম করে লাভ নেই, পাল্টা বিজেপি।
আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যুকাণ্ডে জিতেন্দ্র-পত্নী চৈতালিকে জিজ্ঞাসাবাদ করতে ফের বাড়িতে পুলিশ। আগাম নোটিস সত্ত্বেও গেটে তালা। কাল বিকেলে বাড়িতে থাকতে বলে দরজায় নোটিস।
সাতাশে ভোট সাগরদিঘিতে। ভোটপ্রচারে শুভেনদু অধিকারীকে গো-ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। সরানো হল সাগরদিঘি থানার ওসি-কে। নির্বাচনের কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না অভিজিৎ সরকার, জানাল কমিশন। অন্য জেলা থেকে নতুন ওসি নিয়োগের নির্দেশ।
West Bengal Live News Updates: বীরভূমের মাড়গ্রামের পর এবার নদিয়ার করিমপুরে ফাটল বোমা, আহত ছাত্র
বীরভূমের মাড়গ্রামের পর এবার নদিয়ার করিমপুরে ফাটল বোমা, আহত ছাত্র। নদিয়ার করিমপুরে বোমা ফেটে গুরুতর আহত একাদশ শ্রেণির ছাত্র। পরিত্যক্ত ব্যাগে বোমা, হাতে নিতেই বিস্ফোরণ, উড়ল ছাত্রের আঙুল
WB News LIVE Updates: তথ্য কমিশনার নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের সংঘাত
তথ্য কমিশনার নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের সংঘাত। বীরেন্দ্রকে তথ্য কমিশনার নিয়োগের প্রক্রিয়া নিয়ে আপত্তি শুভেন্দুর। রাজ্যপালের কাছে আপত্তি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
West Bengal Live News Updates: 'মিটিং মুখ্যমন্ত্রীর চেম্বারে হলে যাব না'
'তথ্য কমিশনার থেকে লোকায়ুক্ত সংক্রান্ত মিটিং মুখ্যমন্ত্রীর চেম্বারে হলে যাব না', রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর দাবি বিরোধী দলনেতার
WB News LIVE Updates: আবার সরষে জমিতে বোমা
আবার বোমা উদ্ধার বীরভূমে। এবার বীরভূমের রামপুরহাট থানার সাতঘরিয়া গ্রামের সরষে জমি পড়ে থাকতে দেখা যায় একটি বোমা। কিছুটা দুরেই পড়ে রয়েছে বোমা বাঁধার সুতলি ও বেশ কিছু উপকরণ । শনিবার সকালেই বীরভূমের মাড়গ্রাম থানার মাড়গ্রাম ও বসোয়া গ্রামে দুটি জায়গা থেকে প্রচুর পরিমান বোমা উদ্ধার হয়েছে । আর বিকেলে আবার বোমা পাওয়া গেল রামপুরহাট থানার সাতঘড়িয়া গ্রামে। পুলিশকে খবর দেওয়া হয়েছে।
West Bengal Live News Updates: এবার থেকে মুখ্যমন্ত্রীর সভায় দেওয়া হবে শুকনো খাবার
এবার থেকে মুখ্যমন্ত্রীর সভায় আমন্ত্রিতদের আর রান্না করা খাবার দেওয়া হবে না, দেওয়া হবে শুকনো খাবার। শনিবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নির্দেশ দিলেন মুখ্যসচিব। ২১ ফেব্রুয়ারি শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত সকুল পড়ুয়াদের পচা বিরিয়ানি দেওয়ার অভিযোগ ওঠে। যা নিয়ে বিতর্ক মাথাচাড়া দেয়। এমনই পরিস্থিতিতে, শিলিগু়ড়ির ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়, তাই এই সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে খবর।