West Bengal News Live Updates: ভাঙড়কাণ্ডে আহত ১৯ পুলিশ কর্মী, গ্রেফতার আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

Background
কলকাতা: নিয়োগ দুর্নীতিতে চিনার পার্ক-হুগলিতে ইডির ম্যারাথন হানা। সকাল থেকে যুব তৃণমূল (TMC) নেতার ফ্ল্যাটে অভিযান। ১২ ঘণ্টা বলাগড়ে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি। কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বিরুদ্ধে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন তাপস মণ্ডল (Tapas Mondal)। নিয়োগ দুর্নীতির তদন্তে সেই যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের দুটি ফ্ল্য়াটে সকাল থেকে রাতভর ম্য়ারাথন তল্লাশি চলছে ইডির (SSC Recruitment Scam)।
পঞ্চায়েত ভোটের (Panchayat Elections 2023) আগেই কি ফের তৃণমূলে বিজেপির (BJP) হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)? জল্পনা উস্কে ভাইরাল তৃণমূল নেতা অজিত মাইতির সঙ্গে অভিষেকের দফতরের ছবি।
অভিষেকের সঙ্গে বৈঠকের দিনই ইনদৌরে থাকার ট্যুইট হিরণের। বিমানবন্দরে পৌঁছে দিয়েছিলেন অজিত মাইতি-ই, খবর সূত্রের। অজিত বলেন, "ওটা অভিষেকের দফতরের ছবি।" রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "পুরনো অপ্রাসঙ্গিক ছবি। আমাদের উৎসাহ নেই।"
তৃণমূলে ফেরার জল্পনার মধ্যেই দুর্গাপুরের বৈঠকে নেই হিরণ। হঠাৎ জয় শ্রীরাম স্লোগান দেওয়ার পুরনো ভিডিও পোস্ট। শুধু পদাধিকারীরাই আমন্ত্রিত, দাবি সুকান্তর।
শুধু হিরণ নয়, পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে ফের ভাঙনের আশঙ্কা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একাধিক বিজেপি বিধায়ক, নেতা-নেত্রীর দলত্যাগের জল্পনা।
ঝালদা পুরসভা নিয়ে হাইকোর্টে ফের ধাক্কা সরকার। জোড়া বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ। চেয়ারম্যান পদে বসানো যাবে না তৃণমূল কাউন্সিলরকে। আপাতত দায়িত্বে কংগ্রেসের পূর্ণিমা।
ঝালদায় ফের ধাক্কা
পরাজিতদের পদে বসাতে এত কেন তাড়াহুড়ো? কোর্টকে একটু সম্মান করুন, বললেন বিচারপতি। ঝালদার অপসারিত পুরপ্রধানের কাউন্সিলর পদ বাতিলের নির্দেশও খারিজ।
বকেয়া ডিএ কবে? দিদির দূতে মালা রায়কে প্রশ্ন করার ২৪ ঘণ্টার মধ্যে শোকজ গঙ্গাজলঘাটির প্রাথমিক সকুলের প্রধান শিক্ষক। অনিয়মিত হাজিরা, মিড ডে মিল নিয়ে অভিযোগ।
বনগাঁয় রাস্তা নিয়ে ক্ষোভের মুখে দিদির দূত কাকলি। (বাইট- আগে তৃণমূলকে ভোট। পরে রাস্তা, ভোট দেবে না, স্বাস্থ্যসাথী, রাস্তা, বাড়ি কিছুই পাবে না।
পর্ষদের কথায় ২০১৭-য় প্রাথমিকে ২ হাজার ২০৮ জনের অতিরিক্ত প্যানেল।অন্তত ১২ দফায় তালিকা তৈরির দাবি সংস্থার। এতো কেঁচো খুঁড়তে কেউটে! মন্তব্য বিচারপতির।
কার্টুনকাণ্ডে জয় অম্বিকেশ মহাপাত্রের। ৮ বছর আগে ধারা বাতিল, তাও মামলা, প্রতিক্রিয়া অধ্যাপকের।
চোট পেয়ে হাঁটুতে ব্যথা। লিগামেন্টের চিকিৎসার বদলে হিপ রিপ্লেসপেন্ট করার অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে। ফেসবুকে সরব তসলিমা নাসরিন। চলাফেরা শ্লথ হবে, আশঙ্কা লেখিকার।
WB Live News: ভাঙড়কাণ্ডে কাকে দায়ী করলেন শুভেন্দু ?
আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির গ্রেফতারির পর বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মূলত এদিন যখন আইএসএফ-তৃণমূলের সংঘর্ষে (ISF-TMC Clash)অগ্নিগর্ভ ভাঙড়, তখনও গ্রেফতার হননি নৌশাদ, তখনই আইএসএফ বিধায়কের প্রশংসা করেছিলেন শুভেন্দু অধিকারী। তবে ভাঙড়ের আঁচ ততক্ষণে কলকাতায় ভয়াবহ আকার নিয়েছে। রণক্ষেত্রে পরিণত হয় ধর্মতলা। আর তারই মাঝে টেনে-হিঁচড়ে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। এরপরই গোটা ঘটনার জন্য তিনি তৃণমূল সুপ্রিমোকেই দায়ী করেছেন। শুভেন্দু অভিযোগ জানিয়ে স্পষ্ট করে বলেছেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এটা।'
WB Live News: মেট্রোপলিটনে প্রাক্তন বিমানসেবিকার রহস্যমৃত্যু
মেট্রোপলিটনে প্রাক্তন বিমানসেবিকার রহস্যমৃত্যু। ৫ তলা ফ্ল্যাটের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার। মৃত দেবপ্রিয়া বিশ্বাস করোনার আগে কাজ করতে কাতার এয়ারওয়েজে। প্রাক্তন বিমানসেবিকার মৃত্যু দুর্ঘটনা না, আত্মহত্যা? তদন্তে পুলিশ। রক্তাক্ত অবস্থায় উদ্ধারের সময় মুঠোয় ছিল চাবির গোছা। হাতের মুঠোয় কেন ছিল চাবির গোছা? তদন্তে পুলিশ।






















