West Bengal News Live Updates: মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বান
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

Background
কলকাতা: বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ না পাওয়ার পাল্টা কি এবার সংসদে? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Banerjee) সরিয়ে সংসদের স্ট্যান্ডিং কমিটির মাথায় বসানো হল লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee)।
দেশে তৃতীয় বড় দল তাও কোনও কমিটির মাথায় নেই (TMC), প্রতিক্রিয়া ডেরেক ও’ব্রায়েনের। যোগ্য মনে করা হয়নি, তাই রাখা হয়নি, মন্তব্য লকেটের। যা হয়েছে তা নিয়ম মেনে, প্রতিক্রিয়া শমীকের।
ইডি-র (Enforcement Directorate) ৮ জন উচ্চপদস্থ আধিকারিকের কার্যকালের মেয়াদ বাড়ল ২ থেকে ৩ বছর। এঁদের অনেকেই কয়লা, গরু পাচার (Cattle Smuggling Case) ও এসএসসি (SSC Scam) দুর্নীতিকাণ্ডের তদন্তে যুক্ত, খবর ইডি সূত্রে।
বাংলার দূর্গাপুজোর স্বীকৃতি প্রাপ্তির কৃতিত্ব কেন্দ্রের। কলকাতায় এসে বিতর্ক উস্কালেন মন্ত্রী মীনাক্ষী লেখি। রাজ্যে এসে বাচালতা, মানুষ জানে কোনটা সত্যি। পাল্টা কুণাল।
আজ বিচ্ছেদের বিজয়া (Durga Puja 2022)। মাকে বিদায় জানানোর পালা৷ পুজো মণ্ডপ থেকে গঙ্গার ঘাটে শুরু তারই প্রস্তুতি। আরও একটা বছরের অপেক্ষা৷ ‘আবার এসো মা’।
নবমীর রাতে কলেজ স্কোয়ারে আড্ডায় সৌগত-তাপস রায়-জ্যোতিপ্রিয়। ঢাকের বোল আর শঙ্খধ্বনিতে নবমীর বিষণ্ণতা। সন্ধ্যারতি, স্তোত্রপাঠে আসন্ন বিচ্ছেদের বিজয়া।
সন্ধে নামতেই অরূপ বিশ্বাসের সুরুচি সঙ্ঘের পুজোয় গেলেন ফিরহাদ হাকিম। পাশাপাশি বসে উপভোগ করলেন লাইট অ্যান্ড সাউন্ড শো।
নবমীতে নর্থ বোম্বে সর্বজনীনে ধুনুচি নাচ রানি মুখোপাধ্যায়ের। মায়ের সামনে কোমর দোলালেন মুখোপাধ্যায় বাড়ির সদস্যদের সঙ্গে। এলেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী।
ঐতিহ্য আর সাবেকিয়ানায় উত্তর কলকাতার সেরা বাগবাজার সর্বজনীন। পুজো। ম্যাডক্স স্কোয়্যারের বালিগঞ্জ দুর্গাপুজো সমিতি পেল ঐতিহ্য ও সাবেকিয়ানায় দক্ষিণের সেরার শারদ আনন্দ পুরস্কার।
সমসাময়িক ভাবনায় সেরার সম্মান ছিনিয়ে নিল শোভাবাজার বড়তলা। অভিনব মাতৃরূপে গলফ গ্রিন শারদোত্সব। ইতিহাস চেতনায় হরিদেবপুর আদর্শ। শিকড়ের সন্ধানে সেরা বেহালা নতুন সঙ্ঘ।
বিদেশেও উমাবন্দনা৷ করোনা-কাঁটা কাটিয়ে পুজোর আনন্দে জার্মানি-বেলজিয়াম-গ্রেট ব্রিটেন। সান ফ্রান্সিসকোতেও শারদোত্সবে মাতলেন প্রবাসী বাঙালিরা।
রাসবিহারীতে প্রতিবাদ কর্মসূচিতে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারির কড়া নিন্দা। বইয়ের স্টলে রাজনৈতিক স্লোগান কেন? সবটাই নাটক, কটাক্ষ কুণালের।
বিজয়ার আগেই দুঃসংবাদ। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ধসে মৃত্যু নেহরু মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউটের ১০ শিক্ষার্থী পর্বতারোহীর। আটকে আছেন ৩ বাঙালি।
WB Live News: মালবাজারে হড়পা বানে নিখোঁজ বহু
মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের সময়ই আছড়ে পড়ে হড়পা বান। এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। তবে বাড়তে পারে মৃতের সংখ্যা। নিখোঁজ অনেকে। NDRF-কে উদ্ধারকাজে নামানো হয়েছে।
West Bengal Live News: বিসর্জনের সময় জলে ডুুবে মৃত্যু
দুর্গা প্রতিমা বিসর্জন করতে গিয়ে মুর্শিদাবাদের সাটুইয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে মোট দুই জনের। অন্য ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদেরই সামসেরগঞ্জের ধুলিয়ানে। ওই এলাকার কাঞ্চনতলা গঙ্গাঘাটে এই ঘটনা ঘটেছে। সেখানে প্রতিমা বিসর্জন করতে গিয়ে নৌকা থেকে জলে পরে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির।






















