Electrocuted: মর্মান্তিক ! পোষ্য ম্যাকাওকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
Bengaluru News: জানা গিয়েছে, অরুণের ম্যাকাও পাখিটির দাম প্রায় ২.৫ লক্ষ টাকা। বাড়ি থেকে উড়ে গিয়েছিল পাখিটি। বসেছিল কাছেই থাকা একটি ইলেকট্রিক পোলের উপর।

বেঙ্গালুরু : সন্তানসম পোষ্যকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল বেঙ্গালুরুর এক যুবকের। প্রিয় ম্যাকাও পাখিকে বাঁচাতে গিয়েছিলেন, বেঙ্গালুরুর ৩২ বছরের ব্যবসায়ী। সেই সময়েই হাই ভোল্টেজের তার ছুঁয়ে ফেলেন তিনি। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। বেঙ্গালুরুর গিরিনগর এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। জানা গিয়েছে মৃতের নাম অরুণ কুমার। শুক্রবার সকালে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, অরুণের ম্যাকাও পাখিটির দাম প্রায় ২.৫ লক্ষ টাকা। বাড়ি থেকে উড়ে গিয়েছিল পাখিটি। বসেছিল কাছেই থাকা একটি ইলেকট্রিক পোলের উপর।
Attempting to rescue a pet Macaw, an exotic bird from the Americas, Arun Kumar (33) died on Friday morning after coming in contact with a high-tension wire at an apartment in Girinagar, #Bengaluru. The bird had escaped and sat on top of an electric pole, the police said.… pic.twitter.com/pJo17ljanN
— Prajwal D'Souza (@prajwaldza) December 13, 2025
#Karnataka: Attempting to rescue a pet Macaw an exotic bird from the Americas Arun Kumar (33) died on Friday morning after coming in contact with a high-tension wire at an apartment in Girinagar #Bengaluru. The bird had escaped and sat on top of an electric pole, the police said. pic.twitter.com/fHzHrbMWlK
— Siraj Noorani (@sirajnoorani) December 13, 2025
হাতে স্টিলের পাইপ নিয়ে নিজের কম্পাউন্ডের দেওয়ালে চড়ে পোষ্য ম্যাকাওকে বাঁচাতে গিয়েছিলেন অরুণ। সেই সময়েই একটি হাই ভোল্টেজ তারের সংস্পর্শে আসে স্টিলের রডটি। প্রচণ্ড জোরে ইলেকট্রিক শক লাগে অরুণের শরীরে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেওয়াল থেকে ছিটকে পড়ে যান ওই যুবক। চোট, আঘাত লাগে তাঁর। দ্রুত তাঁকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, মৃত অবস্থাতেই আনা হয়েছিল অরুণকে। গাড়ির নম্বর প্লেট তৈরির ব্যবসা ছিল এই যুবকের। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। পোষ্য পাখিকে বাঁচাতে গিয়ে যুবকের এ হেন পরিণতিতে, স্বাভাবতই শোকের ছায়া এলাকায়।






















