Bengaluru Murder: বেঙ্গালুরুর তরুণী খুনে অভিযুক্তের মৃত্যু ওড়িশায়! দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য
Bengaluru Fridge Murder:বৃহস্পতিবারই এক ধৃত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে ওড়িশা থেকে, সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে এমনটাই খবর।
সম্প্রতি দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়া দেখা যায় বেঙ্গালুরুতে। ফ্রিজ থেকে উদ্ধার হয় তরুণীর ৩০-৩২ টুকরো। সেই খুনের তদন্ত করতেই এ রাজ্যে আসে কর্ণাটক পুলিশের একটি দল। পুলিশের দাবি, বছর ছাব্বিশের মহালক্ষ্মী তাঁর লিভ-ইন-পার্টনারের হাতেই খুন হয়েছেন বলে অভিযোগ করেন নিহতের স্বামী।
কর্ণাটক পুলিশের অনুমান, বাংলা-ওড়িশা সীমানায় লুকিয়ে রয়েছে অভিযুক্ত। এই খুনের তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে এল আরেক তথ্য! মল্লেশ্বরমে তরুণী খুনে বাংলার যোগ? এরই মধ্যে অভিযুক্তদের খুঁজতে বুধবারই এ রাজ্যে আসে কর্ণাটক পুলিশ। এদিকে বৃহস্পতিবারই এক ধৃত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে ওড়িশা থেকে, সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে এমনটাই খবর।
ওই ব্যক্তিকে ওডিশার ভদ্রক জেলায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। খুন হওয়া মহিলার একজন সহকর্মী এবং বেঙ্গালুরুতে তার তিন ঘনিষ্ঠ বন্ধুর একজন, তিনি এই মামলার প্রধান সন্দেহভাজন ছিলেন। ওড়িশা পুলিশের সূত্র জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন, পুজোর মুখে হাওড়ায় বন্ধ জুট মিল, কর্মহীন ৬০০ কর্মী
বেঙ্গালুরুর মল্লেশ্বরমে, বাড়ির ফ্রিজ থেকে ২৯ বছরের তরুণীর, ৩০ থেকে ৩২টি দেহের টুকরো উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের দাবি, তরুণীর ঘরের ভিতর থেকে বিকট গন্ধ পান তাঁরা। খবর পেয়ে পুলিশ এসে, দরজা ভেঙে উদ্ধার করে তাঁর দেহাংশগুলি। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, ৪-৫ দিন আগেই তাঁকে খুন করা হতে পারে। খুনের পিছনে তরুণীর ঘনিষ্ঠ কোনও ব্যক্তি জড়িত থাকতে পারে সন্দেহ পুলিশের। বাড়ির আশপাশের CCTV ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা।
এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না সেই খোঁজে এখনও তল্লাশি ও তদন্ত চলছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y