এক্সপ্লোর
Advertisement
ঘুরিয়ে আনার নামে অটোয় তুলে ৫ বছরের মেয়েকে ধর্ষণ বিহারে! গ্রেফতার অটোচালক
এ ব্যাপারে পটনায় সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। লালুপ্রসাদ যাদব, রাবড়ি দেবী, তেজস্বী যাদবের সমালোচনার মুখে পড়েছেন মোদী ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
দ্বারভাঙা (বিহার): ঘুরিয়ে আনার নাম করে ৫ বছরের মেয়েকে অটোয় তুলে ধর্ষণের অভিযোগ অটোচালকের বিরুদ্ধে। বিধ্বস্ত, ধর্ষিত বাচ্চাটিকে অভিযুক্ত নির্জন জায়গায় ফেলে চলে যায় বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার গভীর রাতে বিহারের দ্বারভাঙার সদর থানার খারুয়া মোড় এলাকায় যৌন নির্যাতনের শিকার শিশুকন্যাটি অচৈতন্য হয়ে পড়ে। স্থানীয় হাসপাতালে তার চিকিত্সা চলছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ সুপার বাবু রাম। তিনি বলেছেন, তিন বছরের আরেক সঙ্গীর সঙ্গে মেয়েটি খেলছিল। কাছেই দাঁড় করিয়ে রাখা অটো দুজনকেই অটোয় তুলে অটোচালক বলে, তাদের ঘুরিয়ে আনবে সে। কিন্তু কাছেই তিন বছরের বাচ্চাটিকে নামিয়ে দিয়ে এক নির্জন স্থানে অটো নিয়ে গিয়ে মেয়েটিকে সে ধর্ষণ করে বলে জানান অফিসার। সম্প্রতি রাজ্যের বক্সার, সমস্তিপুরে অজ্ঞাতপরিচয় মহিলাদের পোড়া, দগ্ধ দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায়। পোড়ানোর আগে তাদের ধর্ষণ করে খু্ন করা হয়েছে, এহেন সন্দেহ, সংশয়ের মধ্যেই শিশুকন্যার ওপর যৌন নির্যাতনে শোরগোল চলছে।
“ये रेपिस्ट बचाओ, रेप बढ़ाओ “वाली नीतीश सरकार है। बेशर्म, नाकारा और धिक्कार।
हर मोर्चे पर मैदान छोड़ कर भागने वाला कमजोर असहाय डरपोक उप(चुप)मुख्यमंत्री..
हर वक़्त बात-बेबात बड़बड़ाने वाले के मुँह में शर्म घुस गया। https://t.co/AsDQjO0Loj
— Rabri Devi (@RabriDeviRJD) December 7, 2019
এ ব্যাপারে পটনায় সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। লালুপ্রসাদ যাদব, রাবড়ি দেবী, তেজস্বী যাদবের সমালোচনার মুখে পড়েছেন মোদী ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আরজেডি নেতৃত্বের অভিযোগ, রাজ্যে নারী নির্যাতন বাড়ছে। রাঁচির জেলে সাজা খাটা পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত লালু উপমুখ্যমন্ত্রীর সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে যাওয়ার একটি ভিডিও ক্লিপ শেয়ার করে ক্যাপশন লিখেছেন, ‘সুশ-ইল মোদী’!
রাবড়ি ও তেজস্বীর দাবি, রাজ্য সরকার মুজফফরনগর শেল্টার হোমে যৌন কেলেঙ্কারিতে জড়িত দোষীদের আড়াল করছে। এতে যৌন অপরাধী মানসিকতার লোকজন সাহস পাচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement