PM Modi: 'কাশীবাসীকে প্রণাম, সেবাই লক্ষ্য,' বারাণসী থেকে প্রার্থী হয়ে ধন্যবাদজ্ঞাপন মোদির
Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডল পোস্ট করে সমস্ত প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন।
কলকাতা: লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি (BJP)। বারাণসী থেকে তৃতীয়বার ভোটে লড়াই করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গাঁধীনগর থেকে লড়বেন অমিত শাহ। বিজেপির প্রথম দফার ১৯৫ জনের প্রার্থী তালিকা অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য উত্তরপ্রদেশের বারাণসী থেকে প্রার্থী হচ্ছেন। লোকসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি।
শনিবার বিজেপি ঘোষিত ১৯৫ জন প্রার্থীর মধ্যে রয়েছেন ২৮ জন মহিলা । ৫০ বছরের কমবয়সী ৪৭ নেতা আছেন তালিকায়। সামাজিক ও শিক্ষায় বঞ্চিত শ্রেণি (তফসিলি) থেকে টিকিট পেয়েছেন ৫৭ জন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডল পোস্ট করে সমস্ত প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন।
Our Party has announced candidates for some of the seats and will be announcing the rest in the coming days. I congratulate all those who have been nominated as our Party’s candidates and wish them the very best.
— Narendra Modi (@narendramodi) March 2, 2024
We are going to the people on the basis of our track record of…
নিজের এক্স হ্যান্ডেলে বিজেপি এবং কাশীবাসীকে ধন্যবাদ, তিনি লিখেছেন, 'আমি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বকে ধন্যবাদ জানাই এবং আমার প্রতি অবিচল বিশ্বাসের জন্য দলের কোটি কোটি কর্মীকে প্রণাম জানাই। আমি তৃতীয়বারের মতো আমার কাশীর বোন ও ভাইদের সেবা করার জন্য মুখিয়ে আছি। ২০১৪ সালে, আমি মানুষের স্বপ্ন পূরণ এবং দরিদ্রতম দরিদ্রদের ক্ষমতায়ণের প্রতিশ্রুতি নিয়ে কাশী গিয়েছিলাম। গত দশ বছরে, আমরা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি এবং একটি উন্নত কাশীর দিকে কাজ করেছি। এই প্রচেষ্টা আরও বৃহত্তর জোরে চলতে থাকবে। আমি কাশীর জনগণকে তাদের আশীর্বাদের জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই'।
बाबा विश्वनाथ की नगरी काशी में तीसरी बार अपने परिवारजनों की सेवा को लेकर बहुत उत्सुक हूं। @BJP4India के नेतृत्व को बहुत-बहुत धन्यवाद। इसके साथ ही मुझमें निरंतर विश्वास जताने के लिए पार्टी के करोड़ों निस्वार्थ कार्यकर्ताओं को मेरा नमन!
— Narendra Modi (@narendramodi) March 2, 2024
2014 में मैं लोगों के सपनों को साकार करने…
আরও পড়ুন, বালুরঘাটের BJP প্রার্থী সুকান্ত, নাম ঘোষণায় আতসবাজি পুড়িয়ে আনন্দে মাতল অনুরাগীরা