(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Poll 2024: বালুরঘাটের BJP প্রার্থী সুকান্ত, নাম ঘোষণায় আতসবাজি পুড়িয়ে আনন্দে মাতল অনুরাগীরা
Balurghat Sukanta Lok Sabha: সুকান্তের নাম ঘোষণায় বালুরঘাটের বিজেপির জেলা কার্যালয় সংলগ্ন কোর্ট মোড় এলাকায় আতসবাজি পুড়িয়ে আনন্দে মাতেন বিজেপি কর্মী সমর্থকরা..
মুন্না অগ্রবাল, দক্ষিণ দিনাজপুর: বালুরঘাটের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই অকাল দীপাবলিতে মাতল বিজেপি কর্মী সমর্থকরা। শনিবার বালুরঘাটের বিজেপির জেলা কার্যালয় সংলগ্ন কোর্ট মোড় এলাকায় আতসবাজি পুড়িয়ে আনন্দে মাতেন বিজেপি কর্মী সমর্থকরা। সেই সঙ্গে চলে দেদার মিষ্টিমুখ। এদিন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বালুরঘাটে অনুপস্থিত থাকায় সুকান্ত মজুমদার-এর কাট আউট নিয়ে উল্লাসে মাতেন। বালুরঘাটের প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার পরে এদিন কোর্ট মোড় এলাকায় দেওয়াল-লিখন করেন বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী।
লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপির প্রার্থী হলেন কারা ? দেখুন একনজরে
আলিপুরদুয়ার: বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা
বালুরঘাট: বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার
কোচবিহার: বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক
মালদা দক্ষিণ: বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী
মালদা উত্তর: বিজেপি প্রার্থী খগেন মুর্মু
মুর্শিদাবাদ: বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ
বহরমপুর: বিজেপি প্রার্থী নির্মলকুমার সাহা
বাঁকুড়া: বিজেপি প্রার্থী সুভাষ সরকার
বিষ্ণুপুর: বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ
বোলপুর: বিজেপি প্রার্থী প্রিয়া সাহা
কাঁথি: বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী
রানাঘাট: বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার
হুগলি: বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়
পুরুলিয়া: বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতো
যাদবপুর: বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়
জয়নগর: বিজেপি প্রার্থী অশোক কান্ডারি
বনগাঁ: বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর
ঘাটাল: বিজেপি প্রার্থী হিরণ
আসানসোল: বিজেপি প্রার্থী পবন সিংহ
হাওড়া: বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের সামনে এই টার্গেট বেধে দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যে পৌঁছতে,৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী ও ২ জন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ময়দানে নামাল বিজেপি।বিজেপির প্রথম দফার ১৯৫ জনের প্রার্থী তালিকা অনুযায়ী,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য উত্তরপ্রদেশের বারাণসী থেকে প্রার্থী হচ্ছেন।গুজরাতের গান্ধীনগর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।এবারও লখনউ থেকে লড়বেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি আমেঠি থেকেই ভোটে লড়বেন।গুজরাতের পোরবন্দর লোকসভায় প্রার্থী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা রাজস্থানের কোটা থেকেই প্রার্থী হচ্ছেন। কয়েক মাস আগে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলেও, শিবরাজ সিং চৌহানকে আর মুখ্যমন্ত্রী করেনি বিজেপি। সেই শিবরাজকে মধ্যপ্রদেশের বিদিশা থেকে লোকসভার প্রার্থী করা হয়েছে।
আরও পড়ুন, মুখপাত্র পদে কুণাল ঘোষের ইস্তফাপত্র গ্রহণ করল তৃণমূল
তাৎপর্যপূর্ণভাবে এবার দিল্লির ৭টির মধ্য়ে ৪টি কেন্দ্রে প্রার্থী বদলেছে বিজেপি।বাদ পড়েছেন রমেশ বিধুরি, প্রবেশ বর্মার মতো বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করা নেতারা। নয়াদিল্লি কেন্দ্রে বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির টিকিট কাটা গেছে।ওই কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ।