Indian Navy: মুম্বইয়ে নৌসেনার ‘আইএনএস রণবীর’-এ বিস্ফোরণ, মৃত ৩ নৌসেনা
বিস্ফোরণের পরই জাহাজের ক্রু সদস্যরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
মুম্বই: মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে এদিন। ফের নৌসেনার (Indian Navy) যুদ্ধজাহাজে বিস্ফোরণ। এখনও পর্যন্ত জানা গিয়েছে, এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, মুম্বইয়ে নৌসেনার ‘আইএনএস রণবীর’ (INS Ranvir)-এ বিস্ফোরণটি ঘটে।
যদিও বিস্ফোরণের পরই জাহাজের ক্রু সদস্যরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কীভাবে নৌসেনার যুদ্ধজাহাজে বিস্ফোরণ হল? তা নিয়েও এখনও ধোঁয়াশা রয়েছে। উল্লেখ্য, এই যুদ্ধজাহাজেই আছে ব্রহ্মস, বারাকের মতো ক্ষেপণাস্ত্র।
এদিকে ভারতীয় নৌবাহিনীর আধিকারিক জানিয়েছেন, আইএনএস রণবীর ইস্টার্ন নেভাল কমান্ড থেকে ক্রস কোস্ট অপারেশনাল মোতায়েন ছিলেন এবং শীঘ্রই বেস পোর্টে ফিরে আসার কথা ছিল। কিন্তু এরই মধ্যে কীভাবে এই বিস্ফোরণটি ঘটল তা নিয়ে অনুসন্ধানের জন্য বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, ডায়ালিসিস করার সময়ই হাসপাতালে আগুন, ধোঁয়ায় ভরে গেল ইউনিট
সংবাদসংস্থা সূত্রে খবর, এই ঘটনায় ১১ জন নাবিক আহত হয়েছেন। তাঁদের দ্রুত নৌবাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই নাবিকেরা।
এর আগে ২০২১ সালেও আইএনএস রণবিজয় নামে নৌবাহিনীর যুদ্ধজাহাজে আগুন লেগেছিল। সেই সময় চার নাবিক আহত হয়েছিলেন। সেই সময় যুদ্ধজাহাজটি মাঝ সমুদ্রে ছিল। সেখানেই এই ঘটনা ঘটে। সেই ঘটনায় তীব্র আতঙ্কও তৈরি হয়।