এক্সপ্লোর
Advertisement
স্টেজ থ্রি সতর্কতা জারি রয়েছে, তার মধ্যেই বিউবোনিক প্লেগে দ্বিতীয় মৃত্যু চিনের ইনার মঙ্গোলিয়ায়
তাঁর সংস্পর্শে এসেছিলেন, এমন সাতজনকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। যে সাতজন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তাদের সকলের প্লেগ-রিপোর্ট নেগেটিভ এসেছে। বিউবোনিক প্লেগের কোনও লক্ষণ দেখা দেয়নি। তবে ঝুঁকি নিতে চাইছেন না স্বাস্থ্য কর্তারা।
বেজিং: এক সপ্তাহের মধ্যে ফের বিউবোনিক প্লেগে মৃত্যু হল চিনে। মাল্টি অরগ্যান ফেলিওর হয়ে উত্তর চিনের ওই বাসিন্দার মৃত্যু হয়েছে বলে ওয়েবসাইটে জানিয়েছে বায়ান্যুয়্যার সিটি হেলথ কমিশন। ওই ব্যক্তি যে অঞ্চলে থাকতেন সেটি সিল করে দেওয়া হয়েছে। তাঁর সংস্পর্শে এসেছিলেন, এমন সাতজনকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
যে সাতজন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তাদের সকলের প্লেগ-রিপোর্ট নেগেটিভ এসেছে। বিউবোনিক প্লেগের কোনও লক্ষণ দেখা দেয়নি। তবে ঝুঁকি নিতে চাইছেন না স্বাস্থ্য কর্তারা।
চিনে বিউবোনিক প্লেগ কালো মৃত্যু বলেও পরিচিত। প্লেগে আক্রান্তের জ্বর, অসহ্য মাথা যন্ত্রণা সহ আরও কয়েকটি উপসর্গ দেখা দিতে পারে। সঠিক সময়ে অ্যান্টিবায়োটিক না খেলে দেহের অন্যত্র ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। ইতিমধ্যেই বিউবোনিক প্লেগ নিয়ে স্টেজ থ্রি সতর্কতা জারি করেছে্ চিন।
চিনের স্বাস্থ্য বিভাগের কর্তারা অবশ্য জানিয়েছেন প্লেগের প্রাদুর্ভাব শেষ দেখা দিয়েছিল ২০০৯ সালে। সেবার জাইকেতান শহরে বহু মানুষ মারা গিয়েছিলেন। তারপর তা নিয়্ন্ত্রণে চলে আসে। কিন্তু করোনা, টিক বাইট, বিউবোনিক প্লেগ--- রোগে মৃত্যুর তালিকা ক্রমেই বাড়ছে বিশ্বের অন্যতম শক্তিধর দেশে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement