এক্সপ্লোর
Advertisement
দাবানলের জেরে জরুরি অবস্থা ঘোষণা করল নিউ সাউথ ওয়েলস
নিউ সাউথ ওয়েলসের পূর্ব সমুদ্রতটের ১,৮৭০টি বাড়ি আগুনে খাক হয়ে গিয়েছে।
কলকাতা: আগামী কদিন অস্ট্রেলিয়া জুড়ে তাপপ্রবাহ বইতে পারে। ফলে আরও খারাপ হতে পারে দাবানল পরিস্থিতি। বাধ্য হয়ে জরুরি অবস্থা জারি করল নিউ সাউথ ওয়েলস প্রশাসন। আগুনে নিউ সাউথ ওয়েলসের পূর্ব সমুদ্রতটের বেশিরভাগটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে।
প্রধানমন্ত্রী স্কট মরিসনের নামে অভিযোগ উঠেছে, আগুন থামাতে ঢিলেমি করছেন তিনি। মরিসন জানিয়েছেন, দাবানল সামলে উঠতে ন্যাশনাল রিকভারি ফান্ডে জমা দেওয়া হবে ২ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার, এর ফলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জাতিগুলিকে সাহায্য করা হবে। কিন্তু অস্ট্রেলিয়ার দাবানল আর জঙ্গল ও তার আশপাশেই সীমাবদ্ধ নেই, কালো ধোঁয়ায় মুড়ে গিয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্ন। রাজধানী ক্যানবেরারও এক অবস্থা। ক্যানবেরার বাতাসের মান এই মুহূর্তে বিশ্বে নিকৃষ্টতম, জানিয়েছে এক স্বাধীন সংস্থা।
নিউ সাউথ ওয়েলসের পূর্ব সমুদ্রতটের ১,৮৭০টি বাড়ি আগুনে খাক হয়ে গিয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী মরিসন বিদেশি পর্যটকদের অনুরোধ করেছেন, দাবানলে ভয় না পেয়ে যেন অস্ট্রেলিয়া সফরে আসেন তাঁরা, তাঁর আশঙ্কা, পর্যটকরা মুখ ফিরিয়ে নিলে অর্থনীতি আরও লোকসানে পড়তে পারে। তবে তাঁর অনুরোধে কাজ হচ্ছে না বিশেষ। পর্যটকের ভিড়ে জমজমাট রিসর্টগুলি এখন খাঁ খাঁ করছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
জেলার
খবর
জেলার
Advertisement