আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ মামলায় এসএসসি-র চেয়ারম্যানকে ভর্ৎসনা আদালতের
কলকাতা: শিক্ষক নিয়োগ মামলায় আদালতের ভর্ৎসনার মুখে এসএসসি চেয়ারম্যান। এক প্রাক্তন সেনাকর্মীর দায়ের করা মামলার, বৃহস্পতিবার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজীব শর্মার এজলাসে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যর উদ্দেশে বিচারপতি বলেন, কলকাতা হাইকোর্টে এসএসসি সংক্রান্ত শয়ে শয়ে মামলা বিচারাধীন। আপনাদের কাছে আদালত যা জানতে চাইছে, তার যথাযথ উত্তর পাওয়া যাচ্ছে না। বার বার নির্দেশ দেওয়ার পরেও সঠিক উত্তর দিচ্ছেন না। এতে আদালতের বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। আপনাদের আচরণ দায়িত্বজ্ঞানহীন। সাধারণ বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি বিচারপতি প্রশ্ন তোলেন, যেখানে হাইকোর্টে এত মামলা বিচারিধীন, সেখানে একজন আধিকারিককে এখানে নিয়োগ করা প্রয়োজন। যিনি আইনি দিক খতিয়ে দেখবেন এবং মামলা সংক্রান্ত বিষয়ে আপনাদের আইনজীবীকে সাহায্য করবেন। সেটা নেই কেন? প্রশ্নের মুখে এসএসসি-র চেয়ারম্যান জানান, খুব তাড়াতাড়ি একজন উচ্চপদস্থ আধিকারিককে আদালতে নিযুক্ত করা হবে। সম্প্রতি শিলাদিত্য সরকার নামে এক প্রাক্তন সেনা কর্মী কলকাতা হাইকোর্টে মামলা করেন। তাঁর অভিযোগ, প্রাক্তন সেনাকর্মী হওয়ায় বিশেষ শ্রেণি হিসেবে আপার প্রাইমারির পরীক্ষার ফর্ম পূরণ করেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউয়ের সময় জানিয়ে দেওয়া হয়, ওই শ্রেণির জন্য আলাদা কোনও ব্যবস্থা নেই। গত শুক্রবার সেই মামলার শুনানিতে এসএসসি-র চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে তলব করেন বিচারপতি। এদিন আদালতে উপস্থিত হলে তাঁকে ভর্ৎসনা করে আদালত।