রোজভ্যালির ২৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
কলকাতা: বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির ২৯৩ কোটি টাকার সম্পতি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার সল্ট লেকে ইডি দফতর থেকে এদিন সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিস জারি করা হয়। ইডি-র এক আধিকারিক জানান, যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হল, তার বাজারদর আনুমানিক ২৯৩ কোটি টাকা। এর ফলে, এখনও পর্যন্ত রোজ ভ্যালির মোট ১,৯৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।
২০১৪ সালে রোজভ্যালি, তার কর্ণধার গৌতম কুণ্ডু সহ সংস্থার একাধিক শীর্ষ কর্তার বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) বা আর্থিক তছরুপ রোধ আইনে এফআইআর দায়ের করে ইডি। ২০১৫ সালে কুণ্ডুকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন।
রোজভ্যালি মামলায় কলকাতা ও ভূবনেশ্বরে একাধিক চার্জশিট দাখিল করেছে ইডি। এদিকে, ইউনি পে নামে আরেকটি বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৬০০ কোটি টাকা তছরুপের তদন্তে নেমে দেশের পাঁচটি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি।