এক্সপ্লোর
শ্বশুরবাড়ি গিয়ে চা খেয়ে মৃত্যু জামাইয়ের, খুনের অভিযোগ ছেলের বাড়ির

কলকাতা: শ্বশুরবাড়ি গিয়ে চা খাওয়ার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামাই। শনিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে সার্ভে পার্ক থানার সন্তোষপুর জোড়া ব্রিজ এলাকায়। পরিবারের অভিযোগ খুন করা হয়েছে সুরেশ নাইয়া নামে ওই যুবককে। এমনকি আজ সকাল পর্যন্ত শ্বশুরবাড়ির লোকেরা সেই খবর চেপেও রেখেছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, পূর্ব যাদবপুর থানা এলাকার কালিপোতার বাসিন্দা সুরেশ গতকাল রাত ৯ টা নাগাদ সার্ভে পার্ক এলাকায় শশুর বাড়িতে যান। সেখানেই তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের। ঘটনায় মৃতের স্ত্রী, শ্বাশুড়ি-সহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। সকালের দিকে উত্তেজনারও সৃষ্টি হয় এলাকায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















