Captain Anshuman Singh Widow : কীর্তি চক্র আর টাকা নিয়ে অস্ট্রেলিয়া চলে যাওয়ার প্ল্যান ছিল স্মৃতির, বিস্ফোরক অংশুমানের বাবা-মা
এবিপি নিউজের সঙ্গে কথা বলতে গিয়ে ক্যাপ্টেন আংশুমানের বাবা দাবি করেছেন ,স্মৃতি তার ছেলেকে প্রেমের নামে প্রতারণা করেছেন। বাবার দাবি, বউমা ছেলেকে ভালবাসে না।
নয়াদিল্লি: সম্প্রতি সিয়াচেনে শহিদ সেনা-চিকিৎসক ক্যাপ্টেন অংশুমান সিংকে মরণোত্তর কীর্তি চক্র সম্মানে ভূষিত করা হয়। রাষ্ট্রপতির হাত থেকে সেই পুরস্কার গ্রহণ করেন তাঁর স্ত্রী স্মৃতি সিং , সঙ্গে ছিলেন শহিদ সেনার মা-ও। সেদিন ওই অল্পবয়সী সদ্য স্বামীহারা মেয়েটিকে দেখে আবেগ সামলাতে পারেনি গোটা দেশই। দেশের মানুষকে আরও বিহ্বল করে সেদিনের অনুষ্ঠানে তাঁর মুখে শহিদ স্বামী অংশুমানের স্মৃতি চারণা। স্মৃতির সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সারা দেশ যখন স্মৃতির পাশে দাঁড়িয়েছে মানসিকভাবে, তখনই তাঁর বিরুদ্ধে নানারকম অভিযোগ আনতে শুরু করেন মৃত সৈনিকের মা ও বাবা। বউমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তাঁরা।
এবার অভিযোগ আরও গুরুতর। এবিপি নিউজের সঙ্গে কথা বলতে গিয়ে ক্যাপ্টেন আংশুমানের বাবা দাবি করেছেন ,স্মৃতি তার ছেলেকে প্রেমের নামে প্রতারণা করেছেন। বাবার দাবি, বউমা ছেলেকে ভালবাসে না। স্মৃতি কীর্তি চক্র ও এক্সগ্রাসিয়া বাবদ প্রাপ্ত অর্থ নিয়ে অস্ট্রেলিয়া চলে যাওয়ার পরিকল্পনা করছেন। শহিদ সৈনিকের বাবা-মায়ের দাবি, বউমা তাঁদের ছেলের জামাকাপড় এবং ছবির অ্যালবাম সব নিয়ে গুরুদাসপুরে বাপের বাড়িতে চলে গিয়েছে। সরকারি নথিতে তাঁর স্বামীর তালিকাভুক্ত স্থায়ী ঠিকানাও লখনউ থেকে গুরুদাসপুরে পরিবর্তন করিয়েছেন তিনি।
অংশুমানের বাবা -মায়ের অভিযোগ , ক্যাপ্টেন অংশুমানের সব স্মৃতি নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছেন তাঁর স্ত্রী। তাঁর কাছেই রেখেছেন মরণোত্তর কীর্তি চক্র। এছাড়া সেনাবাহিনীর নেক্সট অফ কিন পলিসি অনুসারে সরকারি বহু সুবিধাই পেয়েছেন স্মৃতি। অংশুমানের মা ও বাবার অভিযোগ অনুসারে, তাঁদের ছেলে শহিদ হয়েছে, অথচ কোনও সরকারি সুবিধেই তাঁরা পাচ্ছেন না। সবই পাচ্ছেন পুত্রবধূ। কীর্তি চক্র ছুঁয়েও দেখতে পারেনি তাঁর বাবা। নিয়ম অনুসারে ,যখন একজন ব্যক্তি সেনাবাহিনীতে যোগদান করেন, তখন তাদের পিতামাতার বা অভিভাবকের নাম NOK-এ নিবন্ধিত হয়। এরপর তাঁর বিয়ে হয়ে গেলে , পত্নীর নাম তাঁর নিকটতম আত্মীয় ( নেক্সট অফ কিন ) হিসাবে নথিভুক্ত হয়। ঠিক সেটাই হয়েছিল অংশুমানের ক্ষেত্রে। এক্ষেত্রে শহিদ সেনাকর্মীর বাবা-মায়ের দাবি সেনার এই NOK পলিসির নিয়মে বদল আনা হোক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kolkata Market Price: টাস্ক ফোর্স বাজারে ঢুকতেই কমছে দাম, বেরোলেই চড়া আনাজ; অভিযোগ ক্রেতাদের