Mock Drill Central Advisory: পাকিস্তানে প্রত্যাঘাত সময়ের অপেক্ষা ? রাজ্যে রাজ্যে মক ড্রিল করার নির্দেশ কেন্দ্রের
Mock Drill Central Advisory: উপত্যকার বিভিন্ন প্রান্তে মক ড্রিল চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। আর এবার একাধিক রাজ্যকে আগামী ৭ মে বুধবার মক ড্রিল করার নির্দেশ দিল কেন্দ্র।

Mock Drill Central Advisory: পাকিস্তানকে প্রত্যাঘাত সময়ের অপেক্ষা? রাজ্যকে কেন্দ্রের অ্যাডভাইসরি। প্রত্যাঘাতের প্রস্তুতি, রাজ্যে রাজ্যে মক ড্রিল করানোর নির্দেশ। ৭ মে সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের। সাধারণ নাগরিক, ছাত্রদের মক ড্রিল করাতে কেন্দ্রের নির্দেশ। এয়ার রেড সাইরেন থেকে ব্ল্যাক আউটের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। তাঁদের মধ্যে ২৫ জন পর্যটক, একজন স্থানীয় ঘোড়াচালক। পর্যটকদের ধর্ম জেনে, বেছে বেছে হিন্দুদের টার্গেট করে গুলি করে খুন করেছে জঙ্গিরা। এই ঘটনার পর থেকেই ক্রমশ অবনতির দিকেই এগোচ্ছ ভারত-পাকিস্তান সম্পর্ক। পড়শি দেশের প্রতি যে আর কোনওভাবে নরমপন্থা দেখানো হবে না ইতিমধ্যেই তার একাধিক নিদর্শন দিয়েছে ভারত।
MHA asks several states to conduct mock drills for effective civil defence; drills to include crash blackout measures
— ANI Digital (@ani_digital) May 5, 2025
Read @ANI Story | https://t.co/Cg2f0SWCf3 #MHA #mockdrills pic.twitter.com/WxnenobwWJ
এখনও পহেলগাঁওয়ের হামলার সঙ্গে যুক্ত জঙ্গিরা ধরা পড়েনি। তার জন্য জম্মু-কাশ্মীরে চলছে চিরুনি তল্লাশি। সেনাবাহিনীর সঙ্গে রয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। উপত্যকার বিভিন্ন প্রান্তে মক ড্রিল চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। আর এবার একাধিক রাজ্যকে আগামী ৭ মে বুধবার মক ড্রিল করার নির্দেশ দিল কেন্দ্র। সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই এই মক ড্রিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কী কী পদক্ষেপ? সাধারণ নাগরিকদেরও এবার মক ড্রিলের জন্য তৈরি করার প্রস্তুতি। পাকিস্তানকে প্রত্যাঘাত সময়ের অপেক্ষা? রাজ্যকে কেন্দ্রের অ্যাডভাইসরি।
কেন্দ্রের নির্দেশের পরেই ফিরোজপুরে মক ড্রিল শুরু হয়েছে। পাঞ্জাবেও ব্ল্যাক আউটের মক ড্রিল করা হয়েছে। প্রত্যেক রাজ্যকে মক ড্রিল করানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। এয়ার রেড সাইরেনের জন্য প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কী কী পদক্ষেপ?
১। এয়ার রেড সাইরেন ব্যবস্থাকে অপারেশনাল করার নির্দেশ
২। আচমকা হামলা হলে কীভাবে আত্মরক্ষা? সাধারণ মানুষ, ছাত্রদের মক ড্রিল
৩। যেকোনও মুহূর্তে ব্ল্যাক আউটের জন্য প্রস্তত থাকার নির্দেশ
৪। বিশেষ বিশেষ কারখানা, সংস্থাকে বাঁচাতে ক্যামোফ্লেজের প্রস্তুতি
৫। হামলা হলে মুহূর্তের মধ্যে এলাকার খালি করতে মক ড্রিলের নির্দেশ






















