Chinese Aggression: মানচিত্রে দক্ষিণ তিব্বত বলে উল্লেখ, চিনের হাতে অরুণাচলের ১১টি এলাকার নয়া নামকরণ
Arunachal Pradesh: চিনের অসামরিক মন্ত্রকের তরফে সম্প্রতি একটি তালিকা প্রকাশ করা হয়। তাতে অরুণাচলের ১১টি এলাকার নয়া নামকরণের প্রমাণ মিলেছে।
নয়াদিল্লি: সীমান্তে চিনা আগ্রাসন নিয়ে তিক্ত হয়েছে পারস্পরিক সম্পর্ক (Chinese Aggression)। সেই আবহেই সামনে এল উদ্বেগজনক খবর। অরুণাচলপ্রদেশে শুধুমাত্র ভারতের জমি দখলই নয়, সেখানকার আরও ১১টি অঞ্চলের নয়া নামকরণ করল চিন। গায়ের জোরে দখল করে নেওয়া অরুণাচলের বিস্তীর্ণ এলাকাকে একত্রে চিন ঝাংনান অর্থাৎ দক্ষিণ তিব্বত বলে উল্লেখ করছে বলে জানা গিয়েছে (Arunachal Pradesh)।
চিনা স্টেট কাউন্সিলের নির্দেশিকা অনুযায়ীই নয়া নামকরণ
চিনের অসামরিক মন্ত্রকের তরফে সম্প্রতি একটি তালিকা প্রকাশ করা হয়। তাতে অরুণাচলের ১১টি এলাকার নয়া নামকরণের প্রমাণ মিলেছে। চিনা, তিব্বতি এবং পিনয়িনে জায়গাগুলির নাম উল্লেখ করা হয়েছে। চিনা স্টেট কাউন্সিলের নির্দেশিকা অনুযায়ীই নয়া নামকরণ হয়েছে বলে খবর। তার সঙ্গে একটি মানচিত্রও প্রকাশ করা হয়েছে, যাতে অরুণাচলের বিস্তীর্ণ এলাকাকে দক্ষিণ তিব্বত বলে উল্লেখ করা হয়েছে।
অরুণাচলের যে ১১টি এলাকর নামকরণ করে সেগুলিকে নিজেদের এলাকা বলে দাবি করেছে চিন, তার মধ্যে রয়েছে দু’টি সমতল, দু’টি বসতি এলাকা, পাঁচটি পাহাড়ের চূড়া এবং দু’টি নদী। ওই ১১টি এলাকার জেলা প্রশাসনেরও উল্লেখ রয়েছে তালিকায়। চিনের এই পদক্ষেপে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও তিক্ত হবে বলে মনে করছেন কূটনীতিকরা।
আরও পড়ুন: Stock Market Holiday: মহাবীর জয়ন্তীর কারণে আজ কি BSE, NSE, MCX বন্ধ ? চলতি সপ্তাহে কতদিন হলিডে ?
সোমবার চিনের গ্লোবাল টাইমস সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই নিতে তৃতীয় বার এমন তালিকা প্রকাশিত হল চিনা অসামরিক মন্ত্রকের তরফে। এর আগে, ২০১৭ সালে অরুণাচলের ছয়টি এলাকার নয়া নামকরণ করে চিন। ২০২১ সালে নয়া নামকরণ হয় ১৫টি এলাকার।
এর আগে, চিনের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছিল ভারত। নয়া নামকরণের সিদ্ধান্ত খারিজ করা হয়েছিল দিল্লির তরফে। সাফ জানিয়ে দেওয়া হয়েছিল যে, গোটা অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং আগামী দিনেও থাকবে। সেখানে চিন যা-ই পদক্ষেপ করুক না কেন, তাতে সত্যতা পাল্টে যাবে না।
অরুণাচল ভারতেরই অংশ বলে সাফ জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক
তবে চিনা বিশেষজ্ঞদের উদ্ধৃত করে গ্লোবাল টাইমস জানিয়েছে, নয়া নামকরণের সি্ধান্ত একেবারেই আইনসিদ্ধ। তা চিনের সার্বভৌম অধিকারের মধ্যেই পড়ে। তবে ভারত আগের অবস্থানেই অনড়। চিন নয়া নামকরণ করলেও, অরুণাচল ভারতেরই অংশ বলে সাফ জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।