এক্সপ্লোর
Advertisement
২০ বছর পরিষেবার পুরস্কার, মহিলা সাফাইকর্মীকে ফ্ল্যাট উপহার আবাসিকদের
ঘটনা নিউইয়র্কের। গত ২০ বছর ধরে ওই অ্যাপার্টেমেন্টে কাজ করেন রোসা নামে ওই মহিলা। অতিমারীর জেরে আর্থিক সঙ্কটের মুখোমুখি হন তিনি। নিউইয়র্ক বিলাসলহুল অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ পাবেন তিনি।
নিউ ইয়র্ক: কম বেশি সবার জীবনেই করোনাভাইরাস অভিশাপ হয়ে এসেছে। এই পরিস্থিতিতে চাকরি হারিয়েছেন অনেকেই। বেতন হ্রাস হওয়ার ঘটনাও ঘটেছে অনেক। কিন্তু ব্যতিক্রমী ঘটনাও আছে। করোনা আবহেই এবার নতুন বাড়ি পেলেন সাফাইকর্মী। প্রাসাদপ্রম বহুতলই হয়ে উঠল নতুন ঠিকানা।
ঘটনা নিউইয়র্কের। গত ২০ বছর ধরে ওই অ্যাপার্টেমেন্টে কাজ করেন রোসা নামে ওই মহিলা। অতিমারীর জেরে আর্থিক সঙ্কটের মুখোমুখি হন তিনি। নিউইয়র্ক বিলাসলহুল অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ পাবেন তিনি। এই খবর পেয়ে কার্যত হকচকিয়ে যান রোসা। ওই অ্যাপার্টমেন্টের ৪টি ঘর এবং ৩টি বাথরুম বিশিষ্ট ফ্ল্যাট বরাদ্দ করা হয় তাঁর জন্য।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পেন্টাহাউসে লিফটে উঠছেন তিনি। স্বাবাবিকভাবেই তিনি ভেবেছিলেন প্রতিদিনের মতো সাফাইয়ের কাজ করতে হবে। কিন্তু দেখা যায় অন্য ছবি। ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দারা তাঁকে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন। আবাসিকরা জানান, ওটা রোসারই বাড়ি। খুশিতে কেঁদে ফেলেন ওই মহিলা।
কেন এই উদ্যোগ? আবাসিকরা জানতে পারেন অতিমারীর জেরে আর্থিক সঙ্কটের মধ্যে আছেন রোসা। এই অবস্থায় তাঁর পাশে দাঁড়াতে উদ্যোগী হন তাঁরা। সম্মিলিতভাবে তাঁরা একটি ফ্ল্যাট উপহার দেন। তাঁরা জানান, ২ দশক ধরে এই অ্যাপার্টমেন্টে পরিষেবা দিচ্ছেন রোসা। তাই তাঁকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এক আবাসিক রোসাকে বলেন, আমাদের কাছে তুমিই তারকা। অত্যন্ত প্রিয় একজন মানুষ। এই বছর তোমার এবং তোমার পরিবারের জন্য খুব কঠিন তা আমরা জানি। আর্থিক সঙ্কটের মধ্যে তুমি আছো। তাও আমরা জানি। আগামী ২ বছরের জন্য এই ফ্ল্যাটের মালিক তুমি। এই কথা শুনে খুশিতে কেঁদে ফেলেন রোসা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement