Commercial Gas Price Cut: ফের কমল LPG সিলিন্ডারের দাম, কত দাম কলকাতায়?
গত মাসেও গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। ফলে কলকাতায় গার্হস্থ্য সিলিন্ডারের দাম রয়েছে ১১২৯ টাকা।
নয়াদিল্লি: ফের সস্তা হল রান্নার গ্যাস। তবে ঘরোয়া গ্যাস সিলিন্ডার নয়, বানিজ্যিক গ্যাসের (Commercial LPG Gas Cylinder) দাম কমেছে। ইন্ডিয়ান অয়েলের (Indian Oil) অফিসিয়াল ওয়েবসাইটে ১ জুন একটি পোস্ট করে জানানো ভারতে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) মাসিক মূল্য সংশোধন করে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৮৩.৫ টাকা কমানো হয়েছে। তবে, গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের (Domestic LPG Gas Cylinder) দাম অপরিবর্তিতই রয়েছে। এর আগে ১ মে বাণিজ্যিক সিলিন্ডার প্রায় ১৭২ টাকা সস্তা হয়েছিল।
উল্লেখ্য, প্রতি মাসের শুরুতেই সাধারণত পেট্রলিয়াম কোম্পানিগুলো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আপডেট করে থাকে। মাসের শুরু থেকেই কার্যকর হয় সেই দাম। আজকের আপটেড অনুযায়ী, দিল্লিতে (Delhi) ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১,৭৭৩ টাকায় নেমে এসেছে। কলকাতায় (Kolkata) বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন ১৮৭৫.৫০ টাকা। মুম্বাইয়ে (Mumbai) বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭২৫-এ নেমে এসেছে। চেন্নাইতে (Chennai) এটির দাম এখন ১৯৩৭ টাকা। মাসের শুরুতে বানিজ্যিক গ্যাস সিলিন্ডার (Commercial LPG Gas Cylinder) সস্তা হলেও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। গত মাসেও গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের (Domestic LPG Gas Cylinder) দাম একই ছিল।
এক নজরে দেখে নেওয়া যাক আজ গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের (Domestic LPG Gas Cylinder) কোথায় কী দাম
- কলকাতায় গার্হস্থ্য সিলিন্ডারের দাম রয়েছে ১১২৯ টাকা।
- চেন্নাইতে এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ১১১৮.৫০ টাকা।
- নয়া দিল্লিতে গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ১১০৩ টাকা।
- মুম্বইতে গার্হস্থ্য সিলিন্ডারের দাম ১১০২.৫০ টাকা।
মে-তে বানিজ্যিক এলপিজির দাম
- দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৫৬.৫০ টাকা
- মুম্বাইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮০৮.৫০টাকা
- কলকাতায় এই দাম ১৯৬০.৫০ টাকা
- চেন্নাইতে এই দাম ২০২১.৫০ টাকা
মে-তে ঘরোয়া এলপিজির দাম
- দিল্লিতে ১১০৩ টাকা
- কলকাতায় ১১২৯ টাকা
- মুম্বইতে ১১১২.৫ টাকা
- চেন্নাইতে ১১১৮.৫ টাকা
- পটনায় ১২০১ টাকা
এর আগে ঘরোয়া গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। একই সময়ে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছিল সাড়ে তিনশো টাকা।
আরও পড়ুন: 7th Pay Commission: ৯ হাজার টাকা বাড়তে পারে বেতন, কেন্দ্রীয় সরকারি কর্মীরা কবে পাবেন সুখবর ?