গোয়ায় সরকারি সম্পত্তিতে পর্ন শ্যুট, অভিযোগ দায়ের পুনম পাণ্ডের বিপক্ষে
সম্প্রতি বিয়ে করেন পুনম পাণ্ডে। তাঁর বিয়ের খবর নিয়ে হইচইয়ের মাঝেই স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে সরব হন পুনম।
পানাজি: গোয়ায় 'পর্ন' শ্যুট করার অভিযোগ উঠল অভিনেত্রী পুনম পাণ্রডে বিরুদ্ধে। তিনি চাপোলি ড্যামে অশ্লীল ভিডিয়ো শ্যুট করেছেন বলে অভিযোগ। এরই সঙ্গে আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে যিনি পুনমের ভিডিয়ো তুলে দিচ্ছিলেন তাঁর বিরুদ্ধে। গোয়া ফরওয়ার্ড পার্টির মহিলা শাখা পুনমের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে বলে জানা যাচ্ছে।
কয়েকদিন আগেই গোয়ায় গিয়ে একটি ভিডিয়ো শ্যুট করেছিলেন পুনম। বর্তমানে ফিরে গিয়েছেন মুম্বইতে। 'কানাকোনা পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। গোয়া ফরওয়ার্ড পার্টির অভিযোগ, চাপোলি ড্যামে অশ্লীল ভিডিও শুট করেছেন পুনম। ওই জায়গাটি জলসম্পদ দপ্তরের নিয়ন্ত্রণাধীন। এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়া মূলত এখানে শুটিংয়ের অনুমতি দিয়ে থাকে। তাই কীভাবে ওই জায়গায় এমন অশ্লীল শুটিং করার অনুমতি দেওয়া হল সেই প্রশ্নও করে ফরওয়ার্ড পার্টি। জানতে চায়, দিন দিন গোয়া নীল ছবি তৈরির জায়গা হয়ে উঠছে কিনা। পদত্যাগ দাবি করেন গোয়ার মুখ্যমন্ত্রী এবং জলসম্পদ মন্ত্রীর।
Media briefing by Goa Forward General Secretary Prashant Naik ,Women Forward President Adv Ashma & others https://t.co/pczpYbsBl4
সম্প্রতি বিয়ে করেন পুনম পাণ্ডে। তাঁর বিয়ের খবর নিয়ে হইচইয়ের মাঝেই স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে সরব হন পুনম। অভিযোগ করেন, হোটেলের ঘরে তাঁকে বেধড়ক মারধর করেছেন স্যাম। পুলিশের দ্বারস্থ হন। যদিও পরে সেই মামলা প্রত্যাহার করেন তিনি।