মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সোশ্যাল সাইটে 'অপপ্রচার', কং নেতা সন্ময়ের পুলিশ হেফাজত, প্রতিবাদে বিক্ষোভ
কংগ্রেস নেতা সন্ময়কে বৃহস্পতিবার সন্ধেয় উত্তর ২৪ পরগনার আগরপাড়া থেকে গ্রেফতার করা হয়।

উত্তর ২৪ পরগনা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতাদের বিরুদ্ধে সোশাল নেটওয়ার্কিং সাইটে অপপ্রচারের অভিযোগে ধৃত প্রদেশ কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল পুরুলিয়া আদালত। তাঁর গ্রেফতারির প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ দেখাল কংগ্রেস। শুক্রবার সকালে সন্ময়ের গ্রেফতারির প্রতিবাদে খড়দা থানায় অভিযোগ জানাতে যান কংগ্রেস ও সিপিএম নেতারা। সেই সময় খড়দা থানার মূল ফটক বন্ধ করে দিয়েছিল পুলিশ। কংগ্রেস-সিপিএম কর্মীরা থানায় ঢুকতে গেলে পুলিশের সঙ্গে একপ্রস্ত ধস্তাধস্তি হয়। প্রতিবাদে রাস্তায় শুয়ে অবরোধ শুরু করেন কংগ্রেস ও সিপিএম সমর্থকরা। এর ফলে জিটি রোডে সাময়িক অবরুদ্ধ হয়ে পড়ে। সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির ঘটনায় তৃণমূল সরকারের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। সম্নয়ের গ্রেফতারির সমালোচনা করেছে সিপিএমও। যদিও তৃণমূলের দাবি, পুলিশ সঠিক পদক্ষেপই করেছে। গ্রেফতারির প্রতিবাদে শুক্রবার বিকেলে সেন্ট্রাল অ্যাভিনিউ, বি বি গাঙ্গুলি স্ট্রিটের সংযোগস্থলে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে রাজ্য যুব কংগ্রেস রবিবার সকাল ১১টা থেকে ১২টা, রাজ্যজুড়ে রাস্তা অবরোধ কর্মসূচিরও ডাক দিয়েছে। কংগ্রেস নেতা সন্ময়কে বৃহস্পতিবার সন্ধেয় উত্তর ২৪ পরগনার আগরপাড়া থেকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অপপ্রচারের অভিযোগে পুরুলিয়ায় মামলা দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে পুরুলিয়া জেলা পুলিশ উত্তর ২৪ পরগনায় এসে তাঁকে গ্রেফতার করে। শুক্রবার প্রদেশ কংগ্রেস নেতাকে পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।






















