(Source: ECI/ABP News/ABP Majha)
Mallikarjun Kharge: 'বিরোধী নেতাদের গ্রেফতারির সংখ্যা বাড়বে...', কেন বললেন মল্লিকার্জুন খাড়গে ?
Mallikarjun Attacks BJP: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে 'অপব্যবহারের' অভিযোগ তুলে বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মল্লিকার্জুন খাড়গে। কী বললেন কংগ্রেস সভাপতি ?
নয়াদিল্লি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে 'অপব্যবহারের' অভিযোগ তুলে বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভয় করেন না এমন বিরোধীদের তরফে একথা অনেক আগেই বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাঁদেরকে ব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার। কারণ ইতিমধ্যেই গোটা ভারতবর্ষের মাঝে, পশ্চিমবঙ্গে একের পর এক মামলায় সিবিআই-ইডি-এনআইএ-র হাতে গ্রেফতার হয়েছেন বাংলার শাসকদলের শীর্ষ নেতারা। ৫ রাজ্যের ভোটের আগেও এদৃশ্য দেখেছে সারা দেশ।
'এজেন্সিগুলির অপব্যবহার করে স্বয়ংশাসিত সংস্থা ধ্বংস করা হচ্ছে'
তবে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলি ব্যতীত বিরোধীদের প্রত্যেকেরই সুর প্রায় একই। আর এদিন মুম্বইয়ে দ্বিতীয় দিনের বৈঠকে বসে বিরোধী জোট' 'I.N.D.I.A ' '। তবে বঙ্গে যতই 'কুস্তি' হোক না কেন, মুম্বইয়ে বরং 'দোস্তির' সুর পাওয়া গেল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের তরফেও। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress Chief Mallikarjun Kharge) বলেন, 'এজেন্সিগুলির অপব্যবহার করে স্বয়ংশাসিত সংস্থা ধ্বংস করা হচ্ছে।'
'আগামী দিনে বিরোধী নেতাদের গ্রেফতারির সংখ্যা বাড়বে'
মল্লিকার্জুন খাড়গে বলেন, 'জোটের শক্তি দেখে ঘাবড়ে গিয়েছে বিজেপি। বিরোধী নেতাদের বিরুদ্ধে আরও বেশি করে এজেন্সির অপব্যবহার হবে। আগামী দিনে বিরোধী নেতাদের গ্রেফতারির সংখ্যা বাড়বে। বিজেপির প্রতিহিংসার রাজনীতির মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।'
'সংসদে বিরোধীদের মুখ বন্ধ করা হচ্ছে'
প্রসঙ্গত, গত মাসে স্বাধীনতা দিবসের দিনে লালকেল্লা থেকে দেশের অর্থনীতি থেকে গণতন্ত্র, একাধিক বিষয়ে মুখ খোলেন নরেন্দ্র মোদি। তাঁর নেতৃত্বে বিজেপি সরকারের একাধিক কাজের খতিয়ানও সামনে তুলে ধরেন। যার পাল্টা খাড়গের বিজেপি ও প্রধানমন্ত্রীকে আক্রমণ, 'একদিকে যখন গণতন্ত্রের ঢোল বাজাচ্ছে কেন্দ্র, তখন অন্যদিকে সংসদে বিরোধীদের মুখ বন্ধ করা হচ্ছে।'
আরও পড়ুন, 'আমরা সবাই এক..', 'INDIA'র বৈঠক শেষে মন্তব্য সীতারাম ইয়েচুরির
২৪-এর লোকসভা ভোটে জয় নিয়ে যে তিনি নিশ্চিত, সেই বার্তাই দেন মোদি
তবে চলতি বছরে লালকেল্লায় তাঁর ভাষণে ২৪-এর লোকসভা ভোটে জয় নিয়ে যে তিনি নিশ্চিত, সেই বার্তাই দেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলাম। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্মের মাধ্যমে সেই প্রতিশ্রুতিকে বিশ্বাসে বদলে দিয়েছি। কঠোর পরিশ্রম করেছি। আগামী বছর ১৫ অগাস্ট, দেশের সাফল্য, আপনাদের সামর্থ্য আর উন্নতির কথা বলতে ফের এই লালকেল্লায় আসব।