Hai Kaun Series: ভূরি ভূরি অভিযোগ সত্ত্বেও কেন তদন্ত হল না, আদানি-প্রশ্নে কাঠগড়ায় মোদি, ‘হ্যায় কৌন’ সিরিজ চালু করল কংগ্রেস
Adani Group Crisis:রবিবার এই সিরিজ চালুর কথা জানিয়েছেন জয়রাম রমেশ। তার সূচনাও ঘটে গিয়েছে ইতিমধ্যেই।
নয়াদিল্লি: আদানি গোষ্ঠীর (Adani Group) বিরুদ্ধে করফাঁকি থেকে জালিয়াতির অভিযোগ ঘিরে উত্তাল পরিস্থিতি। তা নিয়ে লাগাতার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চাপ বাড়িয়ে চলেছে বিরোধীরা (Adani Group Crisis)। সংসদের বাইরেও সরকারের বিরুদ্ধে চাপসৃষ্টি করতে এ বার 'হ্যায় কৌন' সিরিজ চালু করল কংগ্রেস (Congress)। এর আওতায় আদানি গোষ্ঠীকে নিয়ে প্রতিদিন তিনটি প্রশ্ন তুলে ধরা হবে কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে।
আদানি গোষ্ঠীকে নিয়ে প্রতিদিন তিনটি করে প্রশ্ন
রবিবার এই সিরিজ চালুর কথা জানিয়েছেন জয়রাম রমেশ। তার সূচনাও ঘটে গিয়েছে ইতিমধ্যেই। কংগ্রেসের তরফে তোলা এ দিনের প্রথম প্রশ্ন হল, 'গৌতম আদানির ভাই বিনোদ আদানির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ কয়েছে। পানামা পেপারেও নাম রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্নীতির বিরুদ্ধে লড়ার কথা বলেন। তাহলে এ দিন তাঁদের বিরুদ্ধে কী ধরনের তদন্ত হচ্ছে'?
আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ থাকলেও, এখনও পর্যন্ত কী পদক্ষেপ করা হয়েছে, প্রশ্ন তুলেছে কংগ্রেস। কংগ্রেসের প্রশ্ন, 'আপনি রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ইডি-সিবিআইকে কাজে লাগিয়েছেন। আদানিদের বিরুদ্ধে এত অভিযোগ, কী পদক্ষেপ করা হয়েছে? নিরপেক্ষ তদন্ত কী আশা করা যায়'?
अडानी समूह पर लगे गंभीर आरोपों के बीच मोदी सरकार ने चुप्पी साध रखी है जिससे किसी सांठ-गांठ का साफ़ इशारा मिल रहा है। प्रधानमंत्री ये कहकर बच नहीं सकते कि ‘हम अडानी के हैं कौन’
— Jairam Ramesh (@Jairam_Ramesh) February 5, 2023
आज से इस मुद्दे पर कांग्रेस पार्टी PM से प्रतिदिन तीन प्रश्न पूछेगी।
ये हैं आज के तीन प्रश्न 👇 pic.twitter.com/8y0rASetoK
আদানি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস। তাঁদের দাবি, বিমান ও সমুদ্রবন্দর তৈরিতে যাঁদের একচ্ছত্র আধিপত্য। ভারতের সেই বৃহত্তম ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে এত অভিযোগে পরীক্ষা হল না। অন্যান্য ব্যবসায়ী গোষ্ঠীকে সামান্য অভিযোগে হেনস্থা করা হয়। কিন্তু ভূরি ভূরি অভিযোগ থাকা সত্ত্বেও কেন এতদিন কোনও তদন্ত হল না আদানি গোষ্ঠীর বিরুদ্ধে, প্রশ্ন কংগ্রেসের।
আদানি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস
জয়রাম ট্যুইটারে এই প্রশ্নমালা তুলে ধরেছেন। তিনি লেখেন, 'আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে নীরবতা পালন করছে মোদি সরকার। এ থেকে বোঝাপড়ার বিষয়টি বোঝা যাচ্ছে ভালই। 'আমরা আদানির কে', এই কথা বলে আর বাঁচতে পারবেন না প্রধানমন্ত্রী। আজ থেকে এ নিয়ে প্রতিদিন প্রধানমন্ত্রী তিনটি প্রশ্ন করবে কংগ্রেস'।