Priyanka Gandhi Vadra : 'আপনি ১২ বছর প্রধানমন্ত্রী, একই সময়কাল দেশের স্বাধীনতার জন্য জেলে কাটিয়েছেন নেহরু', মোদিকে নিশানা প্রিয়ঙ্কার
Jawaharlal Nehru : প্রসঙ্গত, স্বাধীনতা আন্দোলনের সময় ৯ বার জেলে গিয়েছেন নেহরু। জেলে কাটিয়েছেন ৩২০০ দিন...প্রায় ৯ বছর।

নয়াদিল্লি : বারবার জহরলাল নেহরুর প্রসঙ্গ উত্থাপন নিয়ে এবার প্রধানমন্ত্রীকে তুলোধনা করলেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। পাশাপাশি উপদেশ দিলেন, কত অপমান করেছেন তার একটা তালিকা তৈরি করতে। লোকসভায় বক্তব্য রাখার সময় টানলেন নেহরুর অবদানের প্রসঙ্গও।
প্রিয়ঙ্কা বলেন, "প্রধানমন্ত্রী ১২ বছর প্রধানমন্ত্রী হিসাবে কাটিয়েছেন। এই দেশের স্বাধীনতার জন্য জেলে একই সময় কাটিয়েছেন জহরলাল নেহরু। তারপর উনি ১৭ বছর প্রধানমন্ত্রী ছিলেন। আপনি ওঁর (নেহরুর) প্রচুর সমালোচনা করেছেন। কিন্তু, উনি (নেহরু) যদি ISRO না শুরু করতেন, মঙ্গলযান হত না। উনি যদি DRDO শুরু না করতেন, কোনও তেজস থাকত না; উনি যদি IIT, IIM শুরু না করতেন, আমরা IT-তে এগিয়ে থাকতে পারতাম না। উনি যদি AIIMS শুরু না করতেন, কী করে আমরা করোনার মতো চ্যালেঞ্জের মোকাবিলা করতাম ? পণ্ডিত জহরলাল নেহরু এই দেশের জন্য বেঁচেছেন এবং দেশসেবা করেই মারা গেছেন।" প্রসঙ্গত, স্বাধীনতা আন্দোলনের সময় ৯ বার জেলে গিয়েছেন নেহরু। জেলে কাটিয়েছেন ৩২০০ দিন...প্রায় ৯ বছর।
#WATCH | During debate in Lok Sabha on 150 years of 'Vande Mataram, Congress MP Priyanka Gandhi Vadra says, "As far as Jawaharlal Nehru ji is concerned. Jawaharlal Nehru ji was in jail for almost 12 years. For the independence of this country and after that he was the Prime… pic.twitter.com/MCeW0cfSdS
— ANI (@ANI) December 8, 2025
প্রিয়ঙ্কা আরও বলেন, "কক্ষে ১২ বছর আছেন আমাদের প্রধানমন্ত্রী। আমি এখানে আছি মাত্র ১২ মাস। তাও আমার একটা উপদেশ আছে। কয়েক মাস আগে উনি একটা তালিকা বের করেছিলেন যে, বিরোধী দলগুলি ও বিরোধী নেতারা তাঁকে কত অপমান করেছেন এবং এক্ষেত্রে উনি ৯৯টি তালিকা দিয়েছেন। তাই, আমি তাঁকে একটা ছোট উপদেশ দিতে চাই, নেহরুরজির বিরুদ্ধে ওঁর যা যা অভিযোগ আছে, তিনি যে যে ভুল করেছেন, তারও একটা তালিকা দিন...তারপর আমরা একটা সময় নির্ধারণ করে নেব...যেমন আজ বন্দে মাতরম নিয়ে ১০ ঘণ্টা চর্চা হয়েছে, একইভাবে, আমরা ১০ ঘণ্টা, ২০ ঘণ্টা, ৪০ ঘণ্টা ঠিক করে নেব এবং এর উপর চর্চা করব। দেশ অভিযোগ শুনবে, ইন্দিরাজি কী করেছেন, রাজীবজি কী করেছেন, বংশ-পরম্পরা রাজনীতি কী, নেহরুর ভুল কী কী, চলুন ওঁদের নিয়ে কথা বলা যাক এবং সেখানে শেষ করা যাবে। তারপরে আমরা বেকারত্ব, মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলব।"
#WATCH | During debate in Lok Sabha on 150 years of 'Vande Mataram, Congress MP Priyanka Gandhi Vadra says, "Our Prime Minister has been in the House for twelve years, I have been here for only twelve months. Still, I have a small advice, a few months ago he had released a list… pic.twitter.com/LsUGCIl15a
— ANI (@ANI) December 8, 2025






















