Odisha Train Accident : 'এখনও ৮৩ জনের দেহ শনাক্ত করা যায়নি', জানালেন ওড়িশার মুখ্যসচিব
Odisha Chief Secretary : ২৮৮ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত করা গেছে ২০৫ জনের দেহ।
বালেশ্বর : বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় (Balasore Train Accident) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৮। ২৮৮ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত করা গেছে ২০৫ জনের দেহ। তবে, এখনও ৮৩ জনের দেহ শনাক্ত করা যায়নি বলে জানালেন ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জানা (Odisha Chief Secretary Pradeep Jena)। এদিকে, কীভাবে দুর্ঘটনা ? কীভাবে মেন লাইনে আসা ট্রেন লুপ লাইনে ? রিলে রুমের বিপত্তিতেই বিপর্যয় ? ভুল না অন্তর্ঘাত ? কার গাফিলতিতে ২৮৮ জনের মৃত্যু, হাজারের বেশি আহত ? কার নির্দেশে প্যানেল কন্ট্রোল রুমে পয়েন্ট বদল ? করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার উত্তরের এহেন একাধিক উত্তরের খোঁজে তদন্তে সিবিআই। অভিশপ্ত সন্ধেয় কারা ছিলেন ডিউটিতে ? তা নিয়ে সিবিআইকে তালিকা দিল রেল।
#WATCH | Odisha Train Accident | The collector of Balasore has confirmed the final figure of death as 288 after the reconciliation of district hospitals, mortuaries & reports from collectors of different districts. Over 205 bodies have been transferred...: Odisha Chief Secretary… pic.twitter.com/o2TGhQrS6L
— ANI (@ANI) June 6, 2023
এদিন ওড়িশা (Odisha Train Accident) পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'বাংলার (West Bengal) ১০৩ জনের দেহ শনাক্ত (Body Identification) করা গেছে, ৩১ জনের খোঁজ নেই।'
বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর, ৩ দিন কেটে গিয়েছে। দুর্ঘটনাস্থলে নতুন লাইন পাতার কাজও সারা। ৪ দিনের মাথায়, দুর্ঘটনার কারণ জানতে আজ বালেশ্বরে পৌঁছয় সিবিআইয়ের তদন্তকারী দল। ১০ সদস্যের কেন্দ্রীয় দলের নেতৃত্বে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরী। ট্রেন দুর্ঘটনার নেপথ্যে নাশকতা নাকি, অন্তর্ঘাত, তা জানতেই এই সিবিআই তদন্ত। এদিকে, কমিশনার অফ রেলওয়ে সেফটি রিপোর্ট দেওয়ার আগেই সিবিআই তদন্তের ঘোষণা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে কংগ্রেস।
একই সুরে রেলওয়ে সেফটি কমিশন (Railway Safety Commission) থাকতে কেন CBI-কে তদন্তভার দেওয়া হচ্ছে ? এনিয়ে আগেই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী জ্ঞানেশ্বরীর প্রসঙ্গ টেনে আনতেও ভোলেননি। আর আজ বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় সিবিআইয়ের তদন্ত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রথমে কোনও মন্তব্য করতে না চাইলেও, পরে বলেন, "আমি চাই সত্যটা বেরিয়ে আসুক। সত্যিটা যেন ধামাচাপা না দেওয়া হয়!" তিনি বলেন, "মানুষের সঙ্গে থাকতে হবে। পরিবারগুলোকে রক্ষা করতে হবে। আর সেই জন্যই সত্যিটা বেরিয়ে আসা দরকার।"