Adar Poonawalla on Twitter : সমালোচনার মুখে কোভিশিল্ডের দাম কমাল সিরাম, ৪০০-র পরিবর্তে রাজ্যগুলি কিনতে পারবে ৩০০ টাকায়
কোভিশিল্ডের দাম কমাল সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া।
দিল্লি : সমালোচনার মুখে কোভিশিল্ডের দাম কমাল সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া। রাজ্যগুলির কাছে ৪০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করে নেওয়া হবে প্রতি ডোজে। টুইটারে জানালেন SII-এর CEO আদার পুনাওয়ালা।
টুইটারে তিনি লেখেন, সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার জনহিতৈষী কাজের অঙ্গ হিসাবে রাজ্যগুলির জন্য প্রতি ডোজের দাম ৪০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হচ্ছে। এখন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে, হাজার হাজার কোটি টাকার তহবিল বাঁচবে। টিকাকরণ বাড়বে এবং অসংখ্য মানুষের প্রাণ রক্ষা পাবে।
প্রসঙ্গত, ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সিদের টিকাকরণ শুরু হচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত করোনা মোকাবিলায় কেন্দ্র সিদ্ধান্ত নেয়, রাজ্য এবং বেসরকারি হাসপাতালগুলি সরাসরি টিকা উৎপাদনকারী সংস্থাগুলির কাছ থেকে ডোজ কিনতে পারবে। তরুণ প্রজন্মের মধ্যে টিকাকরণের জন্য সিরামের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিনের ৫০ শতাংশ পর্যন্ত কিনতে পারবে রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলি। বাকি অর্ধেক অংশ পাবে কেন্দ্র। কেন্দ্রের তরফে এই ভ্যাকসিন ৪৫-এর বেশি বয়সিদের বিনামূল্যে দেওয়া হবে।
এই পরিস্থিতিতে সিরাম জানায়, তারা কেন্দ্রকে ১৫০ টাকায় প্রতি ডোজ বিক্রি করবে। কিন্তু, রাজ্যগুলির কাছে ৪০০ টাকা এবং বেসরকারি হাসপাতালগুলির কাছে ৬০০ টাকা করে নেওয়া হবে। অন্যদিকে ভারত বায়োটেকের তরফে দাম ঠিক করা হয় যথাক্রমে ৬০০ এবং ১২০০ টাকা করে।
এরপর বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে আজ দাম কমানোর কথা ঘোষণা করেন সিরামের CEO আদার পুনাওয়ালা। যদিও তাঁর দাবি, কেন্দ্রকে প্রতি ডোজে ১৫০ টাকা করে দামের ছাড় কিছু সময়ের জন্য ছিল। পাশাপাশি তিনি জানান, এটা নয় যে আমরা লাভ করছি না। কিন্তু, প্রচুর পরিমাণে লাভ রাখছি না। যা পুনর্বিনিয়োগের চাবিকাঠি।
এদিকে এই পরিস্থিতিতে কলকাতায় এসেছে কোভিশিল্ডের আরও ১০ লক্ষ ডোজ। এর মধ্যে রাজ্য পাচ্ছে চার লক্ষ ডোজ। বাকি ৬ লক্ষ ডোজ থাকবে হেস্টিংসের সেন্ট্রাল স্টোরে। ওই ডোজ পাঠানো হবে অন্যান্য রাজ্যে।