Coronavirus India Updates: পুজোর আগে কিছুটা স্বস্তি, করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা
অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৬৪৩। যা গত ৭ মাসে সর্বনিম্ন।
নয়া দিল্লি: উৎসবের মরশুমে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭৪০ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৪৮ জনের।
দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ৩৭৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ৩৫ হাজার ৩০৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৬৪৩। যা গত ৭ মাসে সর্বনিম্ন। এরইমধ্যে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩২ লক্ষ ৪৮ হাজার ২৯১ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৭০ জন।
শনিবার করোনা প্রকোপে প্রাণ হারিয়েছেন ২৪৮ জন। বাড়ছে সুস্থতার হার। এই মুহূর্তে দেশে অতিমারিরকে হারিয়ে সুস্থতার হার ৯৭.৯৬ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে কমছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। এখন তা ২ লক্ষ ৩৬ হাজার ৬৪৩। যা গত ২০৬ দিনের মধ্যে সর্বনিম্ন।
এদিকে, শুক্রবার প্রকাশিত সরকারি বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৭৮৪ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। পুজোয় করোনায় সংক্রমণ রুখতে স্বাস্থ্য দফতরের (State Health Department) সতর্কবার্তা। পুজো উপলক্ষে জমায়েত, শোভাযাত্রা না করার আবেদন। দেবী দর্শনে ভিড় এড়িয়ে চলার আবেদন স্বাস্থ্য দফতরের। বৃদ্ধ-অসুস্থদের ভিড় এড়িয়ে চলার আবেদন করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।
এদিকে, পুজোর মধ্যেই বাড়ল রাজ্যে করোনা (Corona) সংক্রমণ। কিছুটা কমল মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় ৭৮৪ জন আক্রান্ত। ৬ জনের মৃত্যু হয়েছে। উদ্বেগ বাড়িয়ে রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা (Kolkata)। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ১৫৮, একজনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় একদিনে ১২৮ জন সংক্রমিত। ২ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২১ হাজার ২৫৭। দেশে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ছিল ২ লক্ষ ৪০ হাজার ২২১। গত ২০৫ দিনে যা সবচেয়ে কম ছিল। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ছিল ২৪ হাজার ৯৬৩। সবমিলিয়ে দেশে করোনা মোকাবিলা করে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ছিল ৩ কোটি ৩২ লক্ষ ২৫ হাজার ২২১।