Covid Cases: করোনা আক্রান্ত কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার
Kolkata police addition CP Corona Positive: কোভিড আক্রান্ত হয়েছেন অ্যাডিশনাল সিপি দেবাশিস বড়াল।
কলকাতা: রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা দাপট। এবার করোনা আক্রান্ত হলেন কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার। কোভিড আক্রান্ত হয়েছেন অ্যাডিশনাল সিপি দেবাশিস বড়াল। সূত্রের খবর, তিনি এখন রয়েছেন হোম আইসোলেশনে।
অন্যদিকে, কলকাতা মেডিক্যাল কলেজে আরও ৩ জন করোনা আক্রান্ত। ২ জন পড়ুয়া ও ১ জন ইন্টার্ন করোনা আক্রান্ত। ভর্তি কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে।
রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনায় দৈনিক সংক্রমণ। একদিনে আক্রান্ত ৪৫১২ জন। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৪৫১ জন। এক লাফে একদিনে ১০০০ জনের বেশি বাড়ল সংক্রমিতের সংখ্যা। রাজ্যে আরও ২ জন ওমিক্রন পজিটিভ হয়েছেন। একজন ওড়িশায় ওমিক্রন পজিটিভ, ভর্তি কলকাতার বেসরকারি হাসপাতালে।
আরও পড়ুন, কলকাতায় ক্রমশ বাড়ছে পজিটিভিটি রেট, উদ্বেগপ্রকাশ চিকিৎসকদের
রাজ্যের পাশাপাশি, কলকাতায় মারাত্মক ভাবে ছড়াচ্ছে করোনা। কলকাতার পজিটিভিটি রেট ছাব্বিশ শতাংশ ছাড়িয়ে গেছে। যা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন চিকিৎসকরা। সোমবার থেকে কড়া বিধিনিষেধ জারি করার কথা ভাবছে রাজ্য সরকার। রকেট গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। বুধবার ১ হাজার। বৃহস্পতিবার দু’হাজার। শুক্রবার রাজ্যে প্রায় সাড়ে তিন হাজার মানুষ করোনায় আক্রান্ত। পজিটিভিটি রেট প্রায় সাড়ে ৮ শতাংশ। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কলকাতায়। শুক্রবার, কলকাতায় পজিটিভিটি রেট ছিল সাড়ে ১৮ শতাংশ। আর শনিবার, সেই সংখ্যা ছাব্বিশ শতাংশ ছাড়িয়ে গেছে। অর্থাৎ, যাঁরা কোভিড টেস্ট করছেন, তাঁদের প্রতি চার জনের মধ্যে এক জন পজিটিভ।
আরও পড়ুন, রাজ্যে দৈনিক সংক্রমণ এক লাফে ৪ হাজার পার, এক দিনে ফের ১০০০ বৃদ্ধি
এই অবস্থায়, সোমবার থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করার কথা ভাবছে সরকার। সূত্রের খবর, কোন কোন ক্ষেত্রে আংশিক বিধিনিষেধ জারি হবে, রবিবার সেই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন। সূত্রের খবর, কোনও জমায়েত, বাজার, দোকান, লোকাল ট্রেন, বিমান যাত্রা, স্কুল-কলেজ, বার-রেস্তোরাঁ, এই সমস্ত ক্ষেত্রে আংশিক বিধিনিধেধ জারি করা হতে পারে।