Coronavirus Update: ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, সংক্রমণ রুখতে নতুন নিষেধাজ্ঞা অসমে
বেগতিক দেখে নতুন নিষেধাজ্ঞা জারি করল অসম সরকার
নয়াদিল্লি: রাজ্যে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। বেগতিক দেখে নতুন নিষেধাজ্ঞা জারি করল অসম সরকার। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা।
জমায়েতে বিধিনিষেধ
কোনওভাবেই নির্দিষ্ট জমায়েতের স্থানে ৫০ শতাংশের বেশি মানুষ ভিড় করতে পারবেন না।যে কোনও জমায়েতের ক্ষেত্রেই জেলা প্রশাসনের থেকে অনুমতি নিতে হবে। বিয়েবাড়ির ক্ষেত্রে ১০০ জনের বেশি জমায়েত করা যাবে না। মৃত্যু বা শেষ যাত্রায় ২০ জনের বেশি মানুষ অংশ নিতে পারবেন না।
মন্দির খোলা রাখা হলেও জারি হয়েছে নতুন নিয়ম। এখন থেকে মন্দিরে এক ঘণ্টার মধ্যে কেবল ২০ জনই প্রবেশ করতে পারবেন। বড় বিখ্যাত মন্দিররে ক্ষেত্রে এই সংখ্যাটা ঘণ্টায় ৫০জন।
বাজারের সময়সীমা
শপিং মল, হাট, দোকান ও সুপার মার্কেট সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে। বাজারের ওপর কড়া নজরদারি রাখবে প্রশাসন।
বাড়িতে বসে কাজ (ওয়ার্ক ফ্রম হোম)
রাজ্যের করোনা পরিস্থিতিতে বাড়িতে বসে কাজের উৎসাহ দিচ্ছে সরকার। অফিসাররা বাদে কেবল ৫০শতাংশ কর্মীরাই অফিসে কাজ করতে পারবেন। তবে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা, ইলেকশন ডিউটি, ইমারজেন্সি সার্ভিসেসের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না। গর্ভবতী মহিলাদের জন্য বাড়ি থেকেই কাজ করার পরামর্শ দিয়েছে অসম সরকার। যেসব মহিলাদের ছেলে-মেয়ের বয়স ৫ বছরে নীচে তাদের ক্ষেত্রেও ওয়ার্ক ফ্রম হোমের কথা বলা হয়েছে। অফিস চত্বরে সময়ে সময়ে স্যানিটাইজেশন ও কর্মীদের জন্য থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক বলেছে রাজ্য সরকার।
শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে
সব স্কুলকে ভার্চুয়াল ক্লাস নেওয়ার পরামর্শ দিয়েছ অসম সরকার। স্কুলে দিনে কোনওভাবেই ৫০ শতাংশের বেশি পড়ুয়াকে আসার অনুমতি দেওয়া যাবে না।
গণ পরিবহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা
সব বাসের ক্ষেত্রেই ৫০ শতাংশ যাত্রী নেওয়া যাবে। বাসে কেউ দাঁড়িয়ে যেতে পারবেন না। সরকারি, বেসরকারি সব বাসেই ফেস মাস্ক ছাড়া তোলা যাবে না। কোনও ব্যক্তি মাস্ক না পরলে বা প্রকাশ্যে থুতু ফেললে ১০০০ টাকা জরিমানা করছে অসম সরকার।