Burdwan Medical College: সংক্রমণ বৃদ্ধির জের, বর্ধমান মেডিক্যাল কলেজে শুরু অনলাইন ক্লাস
আগামী দু সপ্তাহের জন্য অফলাইন ক্লাস স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কলেজের তরফে জানানো হয়েছে, সংক্রমণ ঠেকাতে আপাতত শুধু অনলাইন ক্লাস হবে।
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান- করোনার সংক্রমণ ঠেকাতে অফলাইন ক্লাস বন্ধের সিদ্ধান্ত বর্ধমান মেডিক্যাল কলেজে। আগামী দু সপ্তাহের জন্য অফলাইন ক্লাস স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কলেজের তরফে জানানো হয়েছে, সংক্রমণ ঠেকাতে আপাতত শুধু অনলাইন ক্লাস হবে। সংক্রমণের জেরে হস্টেলে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে পড়ুয়াদের।
গত কয়েকদিন ধরেই এরাজ্য সহ পূর্ব বর্ধমান জেলায় করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী।প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যা ভাবিয়ে তুলেছে পূর্ব বর্ধমান জেলাপ্রশাসনকে। গত মঙ্গলবারই পূর্ব বর্ধমান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩৮ জন। এরমধ্যে কেবলমাত্র বর্ধমান পুর এলাকাতেই করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ জন। করোনার এই ঊর্ধ্বমুখী গ্রাফের কথা মাথায় রেখেই বর্ধমান মেডিকেল কলেজের পক্ষ থেকে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
গতকাল অর্থাৎ এখনও পর্যন্ত রাজ্যের স্বাস্থ্য দফতরের শে, বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন চার হাজার আটশো সতেরো জন। মারা গিয়েছেন কুড়ি জন। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় বেড়েছে ২ হাজার ৫১৯ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ২৯ হাজার ৫০ জন।পাশাপাশি এই নিয়ে টানা তৃতীয় দিন কলকাতা ও উত্তর ২৪ পরগণা জেলায় সংক্রমিতের সংখ্যা হাজারের বেশি। শুধু কলকাতায় সংক্রমিত এক হাজার দুশো একাত্তর জন। এগারো জন প্রাণ হারিয়েছেন। উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনার কবলে পড়েছেন ১ হাজার ১৩৪ জন। প্রাণ হারিয়েছেন ৪ জন।
শুধু রাজ্যই নয়, আশঙ্কার মেঘ ঘনিয়ে আনছে দেশের করোনার গ্রাফও। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১,৮৪,৩৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃতের সংখ্যা ১০২৭ ৷ পাশাপাশি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮২,৩৩৯ জন৷ সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১,৩৮,৭২,৮২৫ জন ৷ পাশাপাশি সুস্থ হয়েছেন ১,২৩,৩৬,০৩৬ জন ৷ অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৩,৬৫,৭০৪ এবং এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৩,৬৫,৭০৪ জনের৷