Oxygen Plant in Beleghata Hospital: অক্সিজেনের ঘাটতি মেটাতে উদ্যোগ, বেলেঘাটা আইডিতে বসল ট্যাঙ্ক
১৩ হাজার লিটারের এই ট্যাঙ্ক থেকে বেডে পাইপলাইনের মাধ্যমে পাঠানো হচ্ছে অক্সিজেন
কলকাতা: ঘাটতি মেটাতে বেলেঘাটা আইডিতে বসানো হল অক্সিজেনের ট্যাঙ্ক। ১৩ হাজার লিটারের এই ট্যাঙ্ক থেকে বেডে পাইপলাইনের মাধ্যমে পাঠানো হচ্ছে অক্সিজেন।
বেলেঘাটা আইডি হাসপাতালে সংক্রমিতদের জন্য নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের জন্য নেওয়া হয়েছে উদ্যোগ। ইতিমধ্যে ১৩ হাজার লিটারের অক্সিজেন প্ল্যান্টের ট্যাঙ্ক রয়েছে হাসপাতালে, যেখান থেকে পাইপ লাইনের মাধ্যমে অক্সিজনে পাঠানো হচ্ছে ওয়ার্ডে। অক্সিজেনের চাহিদা লাফিয়ে বাড়তে থাকায় রাজ্যজুড়ে জরুরি ভিত্তিতে তৈরি হচ্ছে ৫৫টি অক্সিজেন প্ল্যান্ট। বেলেঘাটা হাসপাতালে চাহিদা মেটাতে এবার সেখানে বসছে অক্সিজেন কনসেনট্রেটর।
করোনায় ছারখার দেশের লাখ লাখ পরিবার।উড়ছে শ্মশানের ছাই।শ্বাস নেওয়ার জায়গাও যেন কমতে বসেছে। দিল্লির মতো এরাজ্যেও অক্সিজেনের অভাবে উঠেছে রোগীমৃত্যুর অভিযোগ। হু হু করে সংক্রমণ বেড়ে চলায় অক্সিজেনের বেড়েছে টানাটানি। পরিস্থিতি সামাল দিতে রাজ্যজুড়ে জরুরি ভিত্তিতে তৈরি হচ্ছে ৫৫টি অক্সিজেন প্ল্যান্ট। দ্রুত ব্যবস্থা নিতে জনস্বাস্থ্য কারিগরি দফতরকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যসচিব। উত্তরোত্তর বেড়ে চলা অক্সিজেনের চাহিদা সামাল দিতে বিশেষ যন্ত্র বসানো হচ্ছে বেলেঘাটা আইডিতে। হাসপাতাল সূত্রে খবর, কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে কাজ।
চলতি সপ্তাহের সোমবার, আরও ৯৩টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিল রাজ্যের। ৫টি প্ল্যান্টের অনুমোদন দিয়েছিল কেন্দ্র। পাইপলাইনের মাধ্যমে সব হাসপাতালে সরবরাহ করা হবে অক্সিজেন। রাজ্যে অক্সিজেনের কোনও অভাব নেই। এমনটাও দাবি করেছিল রাজ্য। কিন্তু তারপরেই অভিযোগ ওঠে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে ৪ জন রোগীর। যদিও সেই অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্টদের মৃত্যুর সঙ্গে অক্সিজেনের ঘাটতির কোনও যোগ নেই।