Corona Updates: দেশে ফের ১৩ হাজার পেরোল দৈনিক সংক্রমণ, বাড়ছে উদ্বেগ
Covid India Updates: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২১৬ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ৮৪৭।
নয়া দিল্লি: দেশে (India) ফের উদ্বেগজনক হয়ে উঠছে করোনা (Corona) পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার পেরিয়ে গেল করোনা সংক্রমণ। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২১৬ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ৮৪৭।
করোনা পরিসংখ্যান
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৪। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৮৪০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩২ লক্ষ ৮৩ হাজার ৭৯৩। দেশে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬৮ হাজার ১০৮।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ৭৯ জনের মৃত্যু হয়েছে। আর করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ লক্ষ ৯৫ হাজার ৮৬৫ জন।
আরও পড়ুন, পাভলভে আবাসিকদের গায়ে ক্ষতচিহ্ন, ঘা; সুপারকে শোকজ করল স্বাস্থ্য দফতর
বিশ্বের কোভিড পরিসংখ্যান
এছাড়া একই সময়ে বিশ্বে ৪ লক্ষ ৮১ হাজার ৭৭৫ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এসময় বিশ্বে দৈনিক মৃত্যু ও সংক্রমণ উভয় তালিকাতেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লক্ষ ৩৯ হাজার ৫১৫ জন। আর করোনা শনাক্ত বেড়ে মোট ৫৪ কোটি ৩৬ লক্ষ ৯৯ হাজার ৯৫ জন।
দৈনিক সংক্রমণের শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২০০ জনের মৃত্যু হয়েছে। বিশ্বে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এখানে মোট ৮ কোটি ৭৯ লক্ষ ৬৮ হাজার ৮১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে মোট ১০ লক্ষ ৩৮ হাজার ২৬৫ জনের। এরপর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তাইওয়ান। দেশটিতে এসময় ১৫৪ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৫৫ হাজার ২৬১।