Covid-19 : চিরকাল থাকতে পারে না, শীঘ্রই শেষ হবে অতিমারী ; বলছেন আমেরিকার ভাইরোলজিস্ট
COVID pandemic can't go on forever : বর্ষপূর্তিতে ১৫৬ কোটি ভ্যাকসিনেশনের মাইলফলক ছুঁয়ে ফেলেছে ভারত...
ওয়াশিংটন : গত বছরে আজকের দিনেই দেশজুড়ে শুরু হয়েছিল করোনার টিকাকরণ। বর্ষপূর্তিতে ১৫৬ কোটি ভ্যাকসিনেশনের মাইলফলক ছুঁয়ে ফেলেছে ভারত। কিন্তু, সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি। উপরন্তু, নতুন করে 'সংক্রমণ-বিস্ফোরণ' শুরু হয়েছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও, ওয়াশিংটন থেকে আশার কথা শোনালেন বিজ্ঞানী ও ভাইরোলজিস্ট কুতুব মেহমুদ।
সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, "ভ্যাকসিনেশনই (Vaccination) সবথেকে শক্তিশালী অস্ত্র। চিরকাল এই অতিমারী থাকতে পারে না। খুব শীঘ্রই এটা শেষ হয়ে যাবে।"
তিনি আরও বলেন, "আমি বলব, দাবার এই খেলায় কেউ জয়ী নয়। এটা ড্র হতে চলেছে। ভাইরাস লুকিয়ে পড়বে এবং আমরা প্রকৃত জয়ী হব। আমরা মাস্কের আড়াল থেকে হয়তো বেরিয়ে আসতে পারব। আমরা এগিয়ে যাব বলেই আশা করছি। মনে হচ্ছে, তার খুব কাছাকাছি চলে এসেছি আমরা। এই বছরটা যত এগোবে, তত আমরা অতিমারী থেকে বেরিয়ে আসব।"
আরও পড়ুন ; আরও ভয়ঙ্কর দেশের করোনা পরিস্থিতি, দৈনিক আক্রান্ত পৌনে ৩ লক্ষ ছুঁইছুঁই
এদিকে দেশে দৈনিক আক্রান্ত (India Coronavirus Update) বেড়ে পৌনে ৩ লক্ষ ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ২০২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩। অর্থাৎ গতকালের তুলনায় আজ ২ হাজার ৩৬৯ জন বেশি আক্রান্ত। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৭১ লক্ষ ২২ হাজার ১৬৪ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৪ জনের। তার আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল ৪০২। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৬ হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে।