(Source: ECI/ABP News/ABP Majha)
অনন্তনাগে জঙ্গি হামলায় বাঙালি জওয়ানের মৃত্যু
ডিসেম্বরে শেষবার পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বাড়িতে এসেছিলেন তিনি...
নয়াদিল্লি ও পশ্চিম মেদিনীপুর: অনন্তনাগে জঙ্গি হামলায় বাঙালি জওয়ানের মৃত্যু। নিহত সিআরপিএফ জওয়ানের নাম শ্যামল কুমার দে। বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। ডিসেম্বরে শেষবার বাড়ি এসেছিলেন সিআরপিএফ জওয়ান।
এদিন, জম্মু কাশ্মীরের অনন্তনাগে সিআরপিএফের ওপর হামলা চালায় জঙ্গিরা। হাইওয়েতে পাহারারত সিআরপিএফ জওয়ানদের ওপর কয়েকজন জঙ্গি আচমকাই হামলা চালায়।
জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানানো হয়, এদিন দুপুর ১২টা নাগাদ দক্ষিণ কাশ্মীরে অনন্তনাগ জেলার বিজবেহরা অঞ্চলে পাদশাবহি বাগ সেতুর কাছে টহল দিচ্ছিল সিআরপিএফ-এর ৯০ ব্যাটালিয়নের জওয়ানরা।
We salute the valor & steadfast devotion to duty of Shaheed Constable Shyamal Kumar Dey of #90Bn #CRPF who attained martyrdom while valiantly retaliating a terrorist attack in Bijbehara, Anantnag, J&K. We stand with the family of our brave Martyr. pic.twitter.com/HJhNu52Se0
— 🇮🇳CRPF🇮🇳 (@crpfindia) June 26, 2020
সেই সময় আচমকা বাহিনীর ওপর গুলিবর্ষণ শুরপু করে জঙ্গিরা। ওই হামলায় আহত হন শ্যামল সহ সিআরপিএফ-এর ২ জওয়ান ও ৯ বছরের এক বালক। পরে হাসপাতালে শ্যামল ও ৯ বছরের বালকের মৃত্যু হয়। বালকের বাড়ি কুলগামে।
এরইমধ্যে পুলওয়ামায় সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ৩ জঙ্গি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র।