Russia Ukraine War: এবার শুরু সাইবার যুদ্ধ! ইউক্রেনের একাধিক সরকারি ওয়েবসাইট-ব্যাঙ্ক হ্যাক
Cyber warfare Between Russia Ukraine: সময় যত এগোচ্ছে তীব্র থেকে তীব্রতর হচ্ছে পরিস্থিতি। ইউক্রেনিয় সংস্থাগুলির সিস্টেম এবার হ্যাকারদের দখলে চলে যাচ্ছে।
কিভ, মস্কো: সামরিক যুদ্ধের মাঝে এবার একবিংশ শতকের নয়া অস্ত্র দিয়েই আঘাত। রাশিয়া ইউক্রেনের মধ্যে এবার শুরু সাইবার যুদ্ধ। সময় যত এগোচ্ছে তীব্র থেকে তীব্রতর হচ্ছে পরিস্থিতি। ইউক্রেনিয় সংস্থাগুলির সিস্টেম এবার হ্যাকারদের দখলে চলে যাচ্ছে। ইউক্রেন সরকারের তরফে বলা হচ্ছে যে রাশিয়া-সমর্থিত হ্যাকাররা ইতিমধ্যেই ইউক্রেনের বেশ কয়েকটি সরকারি ওয়েবসাইট এবং ব্যাঙ্ক হ্যাক করেছে।
আইবিএম সিকিউরিটি এক্স-ফোর্স টিম জানিয়েছে ইউক্রেনের একাধিক সিস্টেমকে হ্যাক করা ধ্বংসাত্মক 'হার্মেটিকওয়াইপার' ম্যালওয়্যারের একটি নমুনা পেয়েছে তাঁরা। "HermeticWIper হল এক ভয়ঙ্কর ম্যালওয়ার। যা গত দুই মাসে ইউক্রেন এবং পূর্ব ইউরোপের অন্যান্য দেশগুলিতে ছড়িয়ে দেওয়া হয়েছে।
তবে পাল্টা হানা হচ্ছে রাশিয়াতে, এমনটাও দাবি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র দাবি করেছে যে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের ডাটাবেস ফাঁস করেছে হ্যাকাররা।
আরও পড়ুন, যুদ্ধ নিয়ে রাশিয়াকে সমর্থন পোস্ট নাড্ডার?
অন্যদিকে রাশিয়ার সমর্থনে কন্টি। কন্টি হল রাশিয়ার বাইরে পরিচালিত একটি রাষ্ট্র-স্পন্সর গ্রুপ। কন্টি ডার্ক ওয়েবে তার সাইটে একটি বার্তা পোস্ট করে, সেখানে জানানো হয়, কন্টি দল আনুষ্ঠানিকভাবে রাশিয়ান সরকারের প্রতি পূর্ণ সমর্থন করবে। যদি কেউ সাইবার আক্রমণ বা রাশিয়ার বিরুদ্ধে কোন যুদ্ধ কার্যক্রম সংগঠিত করার সিদ্ধান্ত নেয়, তাহলে এই গ্রুপ শত্রুর গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পাল্টা আঘাত করতে পারে।ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যে ইউক্রেনের সামরিক কর্মীদের ব্যক্তিগত ইমেল ও ঠিকানাগুলিকেও টার্গেট করেছে।
এছাড়াও, ইউক্রেনের হামলার জবাবে গত শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধের ঘোষণা দেয় অ্যানোনিমাস। সেদিনই তারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সংবাদ সংস্থা রাশিয়ান টুডে ওয়েবসাইটে একের পর এক হামলা চালাতে শুরু করে বলে অভিযোগ।