Cyclone Mandous : তামিলনাডুর কিছুদূরেই ঘূর্ণিঝড় মান্দাস, বাংলায় এর প্রভাবে শীতে বিঘ্ন?
Cyclone Mandous : তামিলনাডুতে ২৭টি জেলার স্কুল ও কলেজ বন্ধ , ক্রমেই এগোচ্ছে মান্দাস
চেন্নাই : ঘূর্ণিঝড় মান্দাসের ( Man dous ) প্রভাবে ইতিমধ্যেই শুক্রবার তামিলনাড়ুর কিছু অংশে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আইএমডি জানিয়েছে, চেন্নাই, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম, ভিলুপুরম, কুদ্দালোর, রানিপেট, ভেলোর এবং তিরুভাল্লুর (Chennai, Chengalpattu, Kanchipuram, Viluppuram, Cuddalore, Ranipet, Vellore and Tiruvallur )সহ প্রায় ২৭টি জেলার স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। মাঝরাতে কিংবা ভোর রাতের দিকে এটি স্থলভাগে আছড়ে পড়তে পারে।
ঘূর্ণিঝড় মান্দাসে ( Cyclone Mandous ) কারাইকালের প্রায় 240 কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং চেন্নাইয়ের প্রায় 320 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে, আইএমডি জানিয়েছে। ধীরে ধীরে দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে মান্দাস। তবে তার আগে মধ্যাহ্ন পর্যন্ত এটি একটি তীব্র ঘূর্ণিঝড়ের মতোই প্রভাব বিস্তার করবে।
আরও পড়ুন :
কলকাতায় তাপমাত্রা নামল অনেকটাই, আজ এ মরসুমের শীতলতম দিন
মান্দাস পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে হতে মহাবলিপুরমের কাছে পুদুচেরি এবং শ্রীহরিকোটার মধ্যবর্তী উপকূল অতিক্রম করবে। এরপর মধ্যরাত থেকে শনিবার (10 ডিসেম্বর) ভোরের মধ্যে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে এগিয়ে যাবে। ৮৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে বাতাসের গতিবেগ। এর প্রভাবে, আগামী দুই দিনে চেন্নাই এবং তামিলনাড়ুর অন্যান্য জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে। এনডিআরএফ বাহিনীও মোতায়েন করা হয়েছে। চেন্নাইতে। ১৬৯ টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে ।
অন্যদিকে. বাংলায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষভাবে মেঘলা আকাশ এবং আবহাওয়ার পরিবর্তন হবে বাংলায়।
View this post on Instagram