Cyclone Michaung landfall : আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিগজাউম, ল্যান্ডফলের আগেই ৮ জনের মৃত্যু
Cyclone Michaung Update : তেলঙ্গানা ও ওড়িশাকেও সতর্ক থাকতে নির্দেশ নির্দেশ আবহাওয়া দফতরের।
চেন্নাই : স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিগজাউম। অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝে বাপাটলা উপকূলে ঝড়ের ল্যান্ডফল।
ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই ৮ জনের মৃত্যু ঘটেছে খবর। প্রবল বৃষ্টিতে তামিলনাড়ুতে ব্যাপক ক্ষয়ক্ষতি হল। মিগজাউম আছড়ে পড়ার আগেই টানা বৃষ্টিতে জলমগ্ন অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরির বিস্তীর্ণ এলাকা। তেলঙ্গানা ও ওড়িশাকেও সতর্ক থাকতে নির্দেশ নির্দেশ আবহাওয়া দফতরের।
ঘন্টায় ৯০ থেকে ১০০ কিমি বেগে আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড়। এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিমি। আবহাওয়া দফতর জানিয়েছে, প্রায় তিন ঘণ্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া চলবে। ভয়াবহ তীব্রতা নিয়ে আছড়ে পড়েছে ঝড়। জনজীবন কার্যত বিপর্যস্ত। অন্ধ্রপ্রদেশ সরকার আগেভাগেই আটটি জেলায় সতর্কতা জারি করেছে। তিরুপতি, নেলোর, প্রকাশম, বাপটলা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী, কোনসিমা এবং কাকিনাদায় সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। পুদুচেরির, উপকূলীয় অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বাড়ির বাইরে বেরতেই বারণ করা হয়েছে প্রশাসনের তরফে।
🚨Coastal #AndhraPradesh & #Yanam is likely to get extremely heavy rainfall on 5th December!
— India Meteorological Department (@Indiametdept) December 5, 2023
Stay safe and take all necessary precautions. pic.twitter.com/GyO6PuBDtF
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির মুখ্যমন্ত্রীদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। কেন্দ্র থেকে প্রয়োজনীয় সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পর্যাপ্ত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
দক্ষিণ চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। প্রশাসন সূত্রে খবর পরিস্থিতি স্বাভাবিক হতে ২ দিন সময় লাগবে। অন্ধ্রপ্রদেশের দিকে মিগজ়াউম সরে যাবার পর যদিও ঝকঝকে রোদ চেন্নাইতে। লোকালয়ের জল ধীরে ধীরে কমছে। মঙ্গলবার সন্ধে বা রাতের মধ্যে শহর স্বাভাবিক হয়ে যাবে। তবে শহরতলিতে জল নামতে অন্তত আরও ২ দিন সময় লাগবে। এখনও চেন্নাই শহরের ৭০ শতাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং নেট সংযোগও খুবই দুর্বল।
মিগজাউমের কতটা প্রভাব বঙ্গে
মিগজাউমের প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গেও। মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা বঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১১টি জেলায়। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও কলকাতায়।
বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায়। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনিবার থেকে নামতে পারে তাপমাত্রা।
আরও পড়ুন, অফিসে পদোন্নতি পেতে চান? অবশ্যই খেয়াল রাখুন এই বাস্তু-বিষয়গুলি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে