(Source: Poll of Polls)
Cyclone Michuang: চেন্নাইয়ে চলছে ভারী বৃষ্টি, আগামীকাল দুপুরে দক্ষিণ অন্ধ্র উপকূল পেরোবে অতি সক্রিয় ঘূর্ণিঝড় মিগজাউম
Severe Cyclonic Storm: ইতিমধ্যেই তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। চলছে হাওয়ার দাপট। নিচু এলাকাগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে।
Cyclone Michuang: আগামীকাল অর্থাৎ ৫ ডিসেম্বর ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Michuang) দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে পেরিয়ে যাবে বলে জানিয়েছে মৌসম ভবন। অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) উপকূলের নেল্লোর এবং মছলিপত্তনমের মধ্যে দিয়ে যাবে এই ঘূর্ণিঝড়। ৫ ডিসেম্বর দুপুরবেলা অতি সক্রিয় এবং শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে মিগজাউম। তারপর তা পেরিয়ে যাবে নেল্লোর এবং মছলিপত্তনম যা বাপতারা এলাকার কাছাকাছি অবস্থিত, সেই এলাকা দিয়ে। আইএমডি (IMD Report) সূত্রে এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যেই তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। চলছে হাওয়ার দাপট। নিচু এলাকাগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে। আগামীকাল সকাল ঘূর্ণিঝড় মিউজাউমের প্রভাব সবচেয়ে বেশি বোঝা যাবে। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর প্রশাসন। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউম সময়ের সঙ্গে সঙ্গে তার সক্রিয়তা এবং শক্তি বৃদ্ধি করেছে।
Cyclonic storm Michuang to cross the south Andhra Pradesh coast between Nellore and Machilipatnam close to Bapatla during the forenoon of 5 Dec as 'severe cyclonic storm': India Meteorological Department (IMD)
— ANI (@ANI) December 4, 2023
দক্ষিণের দুই রাজ্যে ঘূর্ণিঝড় মিগজাউমের দাপট, কী কী সতর্কতা নেওয়া হচ্ছে
- মঙ্গলবার ৫ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে চেন্নাই বিমানবন্দরের যাবতীয় কাজকর্ম। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হবে। কোনও রকম বিপদ এড়ানোর জন্যই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই বিমাবন্দর কর্তৃপক্ষ। এই বিমানবন্দরের রানওয়েতে ইতিমধ্যেই বৃষ্টির দাপটে হাঁটু জল জমে গিয়েছে বলে জানা গিয়েছে। বাতিল হয়েছে অসংখ্য বিমান।
- তামিলনাড়ুর কুড্ডালোর বন্দরে জারি হয়েছে সতর্কতা। এখানে সতর্কতা স্বরূপ একটি স্টর্ম ওয়ার্নিং সিগন্যাল (No. 5) জারি করা হয়েছে। আগামীকাল অর্থাৎ ৫ ডিসেম্বর সকাল থেকেই অন্ধ্রপ্রদেশে দাপট দেখাতে শুরু করবে ঘূর্ণিঝড় মিগজাউম। সময়ের সঙ্গে সঙ্গে শক্তি এবং সক্রিয়তা বাড়বে এই ঘূর্ণিঝড়।
- চেন্নাইয়ের আবহাওয়া দফতর ঘোষণা করেছে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাত চলবে তামিলনাড়ুর সাত জেলায়। আজ রাত ১০টা পর্যন্ত চলবে এই ঝড়বৃষ্টি। চেন্নাই, থিরুভাল্লুর, চেঙ্গালাপাট্টু, কাঞ্চিপুরম, রানিপত, ভেল্লোর এবং তিরুপাত্তুর- এই সাত জেলায় চলবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি।
- তামিলনাড়ুর আরও ৮ জেলায় হাল্কা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সেই রাজ্যের আবহাওয়া দফতর। এই তালিকায় রয়েছে থিরুভান্নামালাই, ভিল্লুপুরম, পুদুকোট্টাই, থাঞ্জাভুর, কন্যাকুমারী, তিরুনেলভেলি, থুথুকুডি এবং থেনি- এই জেলাগুলি।
- বন্ধ রয়েছে ট্রেন পরিষেবাও। চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে জমেছে যাত্রীদের ভিড়। ভারী বৃষ্টির কারণে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। তার জেরে আটকে পড়েছেন সাধারণ যাত্রীরা। ঘূর্ণিঝড় মিউজাউমের কারণে ১১৮টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে।
- চেন্নাই পুলিশের তরফে জানানো হয়েছে ঘূর্ণিঝড়ের মিগজাউমের প্রভাবে ভারী বৃষ্টির কারণে শহরে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।