(Source: ECI/ABP News/ABP Majha)
Dawood Ibrahim Properties: এক চিলতে জমি, ১৫০০০ থেকে দর উঠল ২ কোটি, মুম্বইয়ে নিলামে বিকোল দাউদের পৈর্তৃক সম্পত্তি
Dawood Ibrahim News: মহারাষ্ট্রের রত্নাগিরিতে দাউদের পৈর্তৃক সম্পত্তির অন্তর্ভুক্ত দু'টি জমি নিলামে তোলা হয়।
মুম্বই: দেশ ছেড়েছেন বহুকাল আগেই। তার পরও কৌতূহলের শেষ নেই তাঁকে নিয়ে। পৈতৃক সম্পত্তির নিলাম ঘিরে ফের খবরের শিরোনামে কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিম। নিলামে দাউদের পৈর্তৃক সম্পত্তির একটির দর রাখা হয়েছিল মাত্র ১৫ হাজার ৪৪০ টাকা। কিন্তু ২ কোটি টাকায় বিক্রি হল সেই সম্পত্তি। দাউদের মা, আমিনা বিবির নামে ওই সম্পত্তি নথিভুক্ত ছিল। একজনই দাউদের দু'টি পৈর্তৃক সম্পত্তি কিনে নিয়েছেন বলে জানা গিয়েছে। (Dawood Ibrahim Properties)
মহারাষ্ট্রের রত্নাগিরিতে দাউদের পৈর্তৃক সম্পত্তির অন্তর্ভুক্ত দু'টি জমি নিলামে তোলা হয়। মাফিয়া জগতে হাতেখড়ি হওয়ার আগে, রত্নাগিরির ওই গ্রামেই ছোটবেলা কাটে দাউদের। ১৯৭৬ সালের স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স (ফোরফিচার অফ প্রপার্টি) আইন, যার আওতায় কুখ্যাত অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে সরকার, সেই আইনেই দাউদের পৈর্তৃক ভিটে-সহ চারটি সম্পত্তি নিলামে তোলা হয়। দক্ষিণ মুম্বইয়ের আয়কর ভবনে নিলামের আয়োজন হয়েছিল শুক্রবার। এর মধ্যে এক ব্যক্তিই দু'টি সম্পত্তি কিনে নেন। বাকি দু'টির ক্রেতা মেলেনি। (Dawood Ibrahim News)
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দাউদের পরিবারের একটি কৃষিজমি নিলামে তোলা হয়। সেটির দাম রাখা হয়েছিল ১৫ হাজার ৪৪০ টাকা। চার জন সেটি কিনতে ঝাঁপিয়ে পড়েন। শেষ পর্যন্ত ২.০১ কোটি টাকায় সেটি বিক্রি হয়। আর একটি জমির দাম ১ লক্ষ ৫৬ হাজার টাকা রাখা হয়েছিল। সেটি বিক্রি হয় ৩ লক্ষ ২৮ হাজার টাকায়। এক জনই দু'টি সম্পত্তি কিনেছেন বলে জানা গেলেও। যিনি কিনেছেন, তাঁর নাম অজয় শ্রীবাস্তব। নিলামে তাঁর হয়ে অংশ নেন এক আইনজীবী।
আরও পড়ুন: Gautam Adani : সুুপ্রিম-স্বস্তি মিলেছে আগেই, মুকেশ আম্বানিকে টপকে এবার এশিয়ার সবথেকে ধনী গৌতম আদানি
জানা গিয়েছে, ১৭৩০ বর্গমিটারের একটি জমির দাম রাখা হয়েছিল ১.৫৬ লক্ষ টাকা। সেটি ৩.২৮ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। ১৭০.৯৮ স্কোয়্যার মিটারের অন্য একটি জমির দাম রাখা হয়েছিল ১৫ হাজার ৪৪০ টাকা। সেটি নিলামে ২.০১ কোটি টাকায় বিক্রি হয়েছে। যে অজয় শ্রীবাস্তব জমি দু'টি কিনেছেন, আগে দাউদের পৈর্তৃক ভিটেটিও তিনিই কেনেন বলে জানা গিয়েছে।
এর আগে, ২০১৭ এবং ২০২০ সালে দাউদের ১৭টি সম্পত্তি নিলাম করা হয়। ভয়ে নিলামে অংশই নেননি অনেকে। ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক হামলায় অভিযুক্ত দাউদ ১৯৮৩ সালে মায়ানগরীতে সরে আসেন। তার আগে পর্যন্ত মাম্বাকে গ্রামেই ছিলেন। রাষ্ট্রপুঞ্জ আগেই তাঁকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করেছে। ভারতেও ওয়ান্টেড দাউদ। সম্প্রতি তাঁকে ফেরাতে পাকিস্তান সরকারের কাছে নতুন করে আবেদন জানায় দিল্লি। তবে এখনও পর্যন্ত তাতে সবুজ সঙ্কেত মেলেনি।
ভারতীয় গোয়েন্দাদের দাবি, ভারত থেকে পাততাড়ি গুটিয়ে পাকিস্তানে নিরাপদ আশ্রয়ে রয়েছেন দাউদ। বিষপ্রয়োগের জেরে করাচির হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বলেও সম্প্রতি খবর উঠে আসে। জানা যায়, খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল কেউ। ভেন্টিলেশনে তাঁর চিকিৎসা চলছে। কিন্তু পরে জানা যায়, সেই খবর ভুয়ো। দাউদের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিল জানান, দাউদ সম্পর্কে গুঞ্জন রটানো হচ্ছে। দাউদ ১০০০% ফিট রয়েছেন।