এক্সপ্লোর
বাড়ছে না সময়সীমা, আজই আয়কর রিটার্ন ফাইল করার শেষ দিন, জানালো সিবিডিটি
৩১ অগাস্টের মধ্যেই যে আয়কর রিটার্ন ফাইল করতে হবে, একটি ট্যুইটে তা স্পষ্ট করল সিবিডিটি। সেই সঙ্গে সময়সীমা বাড়ানো নিয়ে যে অর্ডারের ছবিটি সোশ্যাল সাইটে ঘুরপাক খাচ্ছিল, তাও ‘আসল নয়’ বলে জানানো হয়েছে।

চাকুরিজীবীদের সুবিধার্থে চিকিৎসা বাবদ ছাড়ের সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ৮০ডিডিবি-র আওতায় প্রবীণ নাগরিকদের ৬০ হাজার টাকা এবং ৮০ বছরের বেশি বয়স্কদের ৮০ হাজার টাকার আয়কর ছাড় মেলে। এই ঊর্ধ্বসীমা আগামী ১ এপ্রিল থেকে বেড়ে ১ লক্ষ টাকা হচ্ছে।
নয়া দিল্লি: আয়কর রিটার্ন ফাইল করার শেষ তারিখ থাকছে ৩১ অগাস্টই। এর আগেই ৩১ জুলাই থেকে ৩১ অগাস্ট পর্যন্ত সময়সীমা বাড়িয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স। আয়কর রিটার্ন ফাইল করার সময় বাড়ানোর একটি সম্ভাবনার কথা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ায় এমন একটি অর্ডারের কপিও ছড়িয়েছিল। ফলে শেষদিন নিয়ে ধন্দে ছিলেন অনেকেই। কিন্তু ৩১ অগাস্টের মধ্যেই যে আয়কর রিটার্ন ফাইল করতে হবে, একটি ট্যুইটে তা স্পষ্ট করল সিবিডিটি। সেই সঙ্গে সময়সীমা বাড়ানো নিয়ে যে অর্ডারের ছবিটি সোশ্যাল সাইটে ঘুরপাক খাচ্ছিল, তাও ‘আসল নয়’ বলে জানানো হয়েছে। আয়কর বিভাগের পক্ষ থেকে ওই অর্ডারটির একটি ফটোকপিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, তার উপর একটি লাল ক্রস চিহ্ন ব্যবহার করে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
It has come to the notice of CBDT that an order is being circulated on social media pertaining to extension of due dt for filing of IT Returns. It is categorically stated that the said order is not genuine.Taxpayers are advised to file Returns within extended due dt of 31.08.2019 pic.twitter.com/m7bhrD8wMy
— Income Tax India (@IncomeTaxIndia) August 30, 2019
আয়কর বিভাগ সোশ্যাল সাইটে উল্লেখ করেছে, এর আগেই সরকার আয়কর রিটার্ন ফাইল করার দিন এক মাস বাড়িয়েছিল। আর সময়সীমা বাড়ানো হচ্ছে না। এই ট্যুইটার হ্যান্ডেলটি সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের অফসিয়াল অ্যাকাউন্ট। ২৯ অগাস্ট থেকে সোশ্যাল সাইটে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর ‘নকল’ অর্ডারটি ঘুরপাক খাচ্ছিল। তারপরই তা ছড়িয়ে পড়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও অন্যানয সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















