Delhi Election: 'আরও প্রাণভরে নিজেদের মধ্যে ঝগড়া করো', দিল্লির রেজাল্ট নিয়ে AAP-কংগ্রেসকে খোঁচা ওমর আবদুল্লার
Delhi Election Result 2025: সেই আবহে এবার নাম না করে ওমর আবদুল্লার ঠেস আপ ও কংগ্রেসকে।

নয়া দিল্লি: আড়াই দশক পর দিল্লি বিধানসভা দখলের পথে বিজেপি। গেরুয়া ঝড়ে সাফ আম আদমি পার্টি। দিল্লির তখত জয়ের হ্যাটট্রিক অধরাই থেকে গেল আপের। গতবারের থেকে প্রায় ৫ গুণ আসন বাড়িয়েছে বিজেপি। ম্যাজিক ফিগার ৩৬। একার জোরে দিল্লিতে সরকার গড়তে চলেছে তারা। ৭০ আসনের দিল্লি বিধানসভায় কংগ্রেসের প্রাপ্তির খাতা শূন্য। রাজধানীতে উড়ছে গেরুয়া আবির।দিল্লি-জয়ের উৎসবে মেতেছেন বিজেপি কর্মীরা।
সেই আবহে এবার নাম না করে ওমর আবদুল্লার ঠেস আপ ও কংগ্রেসকে। প্রাণভরে নিজেদের মধ্যে ঝগড়া করো। দিল্লিতে ভোটের ফলাফল সামনে আসতেই খোঁচা দিয়ে পোস্ট ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লার।
Aur lado aapas mein!!! https://t.co/f3wbM1DYxk pic.twitter.com/8Yu9WK4k0c
— Omar Abdullah (@OmarAbdullah) February 8, 2025
এদিকে, এদিন গণনার শুরু থেকেই কালকাজি বিধানসভায় পিছিয়ে রয়েছেন আপ সরকারের মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। এই কেন্দ্রে এগিয়ে বিজেপির রমেশ বিধুরি। কালকাজিতে পিছিয়ে কংগ্রেসের অলকা লাম্বাও। নয়াদিল্লি কেন্দ্রে পিছিয়ে রয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। জঙ্গপুরায় পিছিয়ে মণীশ শিসোদিয়া। গ্রেটার কৈলাস আসনে পিছিয়ে রয়েছেন আপের সৌরভ ভরদ্বাজ। মালব্যনগরে পিছিয়ে আম আদমি পার্টির সোমনাথ ভারতী, শকুর বস্তিতে পিছিয়ে সত্যেন্দ্র জৈন, করোলবাগে এগিয়ে বিজেপি প্রার্থী দুষ্মন্ত গৌতম। উত্তরপ্রদেশের মিল্কিপুর বিধানসভা উপনির্বাচনেও এগিয়ে বিজেপি।
প্রসঙ্গত লড়াইয়ে নেমে I.N.D.I.A জোট হিসেবে নয় বরং নিজেরাই নিজেদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। কেজরিওয়াল প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছিলেন, 'কেজরিওয়ালজি কিছু বছর আগে এসেছেন। আমার মনে আছে, বিদ্যুতের খুঁটির উপর উঠে পড়েছিলেন। আপনাদের মনে আছে? ছোট গাড়িতে চড়তেন। আজ ওই কেজরিওয়ালজি শিশমহলে থাকেন।'
পাল্টা কটাক্ষ করেছিলেন কেজরিওয়ালও। এদিকে যে দুর্নীতিকে সাফ করতে দিল্লিতে ক্ষমতায় আসে আপ, একের পর এক দুর্নীতিতে কেজরিওয়ালের দলের একাধিকের নাম জড়ায়। আবগারি দুর্নীতির মামলায় জেলে পর্যন্ত যেতে হয় আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে। কিন্তু এরপর ছাড়া পেলেও বিতর্ক পিছু ছাড়েনি। দিল্লির নির্বাচনে এখনও অনেকটাই এগিয়ে বিজেপি। নির্বাচনী ফলাফল অনুযায়ী, রাজধানীর জনগণ মুখে ফিরিয়েছে কেজরিওয়ালের থেকে।
এদিকে এই প্রেক্ষাপটে এবার মুখ খুলেছেন কেজরিওয়ালের গুরু অণ্ণা হাজারে। তিনি বলেছেন, 'প্রথম থেকেই বলেছিলাম প্রার্থীদের জীবন নিষ্কলঙ্ক থাকা উচিত। এই সব গুণ প্রার্থীদের মধ্যে থাকলে, তবে ভোটারদের বিশ্বাস আসে। আমি বারবার বললেও ওদের মাথায় তা ঢোকেনি'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















