Ganga Ram Hospital Oxygen Supply : "২৫ জন রোগীর মৃত্যু হয়েছে", কাতর আবেদনের পর অক্সিজেন পেল দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতাল
দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে পৌঁছাল অক্সিজেন ভর্তি ট্যাঙ্কার।
দিল্লি : আর মাত্র দুই ঘণ্টা মতো অক্সিজেনের জোগান আছে। এবং ৬০ জন রোগীর অবস্থা সঙ্কটজনক। আজ সকালে এক বিবৃতিতে কর্তৃপক্ষ একথা জানানোর পর দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে পৌঁছে গেল অক্সিজেন ভর্তি ট্যাঙ্কার।
আজ সকালে এক বিবৃতিতে হাসপাতালের অধিকর্তা জানান, "গত ২৪ ঘণ্টায় ২৫ জন রোগীর মৃত্যু হয়েছে। আর দুই ঘণ্টা জোগান দেওয়ার মতো অক্সিজেন আছে। ভেন্টিলেটর এবং বাইপ্যাপ ঠিকমতো কাজ করছে না। আইসিইউ এবং এমার্জেন্সি ম্যানুয়াল ভেন্টিলেশনের মাধ্যমে চলছে। বড়সড় সঙ্কট দেখা দিয়েছে। আরও ৬০ জন রোগীর অবস্থা সঙ্কটজনক। জরুরি মধ্যস্থতা চাই।"
দিল্লির অন্যতম নামী বেসরকারি হাসপাতাল এটি। এই মুহূর্তে এখানে ৫০০-র বেশি রোগীর চিকিৎসা চলছে। এর মধ্যে ১৪২ জন অক্সিজেন সাপোর্টে রয়েছে। রাজধানীতে গত তিনদিন ধরে একাধিক হাসপাতালে অক্সিজেন, বেড এবং ওষুধের সঙ্কট চলছে। এই পরিস্থিতিতে অনেক হাসপাতালই সাহায্যের জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সেই আবেদনের ভিত্তিতে কেন্দ্রকে দিল্লিতি বিনা বাধায় অক্সিজেন পৌঁছে দিতে বলেছে আদালত।
গত সন্ধ্যায় দিল্লিতে নতুন করে ২৬ হাজার ১৬৯ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ৩০৬ জনের। যা একদিনে দিল্লিতে সর্বোচ্চ।
এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে একটি চিঠিতে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া লেখেন, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে দিল্লির ছ'টি বেসরকারি হাসপাতালে অক্সিজেন শেষ হয়ে গিয়েছে। এর পাশাপাশি সিসোদিয়া ওই চিঠিতে অভিযোগ জানান, প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশ এবং হরিয়ানা থেকে দিল্লিতে অক্সিজেন সরবরাহ আটকে দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গোটা দেশে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩.৩২ লাখ মানুষ। যা একদিনে বিশ্বের কোনও দেশে রেকর্ড সংক্রমণ। মৃত্যু হয়েছে ২ হাজার ২৬৩ জনের। ভারত এই মুহূর্তে সংক্রমণের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। অ্যামেরিকার পরেই। এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গে ভোট প্রচার কর্মসূচি বাতিল করেছেন প্রধানমন্ত্রী।