এক্সপ্লোর
অন্ধ্র-ওড়িশা উপকূলে ঘনীভূত নিম্নচাপ, আগামী শুক্র-শনি কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ।

কলকাতা: হাতে গোনা কয়েকটা দিন। তারপরই দ্বীপাবলী। আলোর উৎসবে ভাসবে মহানগরী। কিন্তু উৎসবের মরসুমে নাক গলাচ্ছে ভিলেন বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। তার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী শুক্র-শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। ফলে কালীপুজোর প্রস্তুতিতে বৃষ্টির ভ্রুকুটি। বারবার চোখ রাঙালেও, দুর্গাপুজোর আনন্দ মাটি করতে পারেননি বরুণদেব। কিন্তু, কালীপুজোর আগে এই পূর্বাভাসে দুশ্চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তাদের কপালে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















