এক্সপ্লোর
‘দ্বিতীয় স্ত্রী বিদেশি, এটা কি নোবেল পাওয়ার মাপকাঠি!’ অভিজিৎ নিয়ে বেলাগাম রাহুল সিনহা
এদিন রাহুল বলেন, ‘যাঁদের দ্বিতীয় স্ত্রী বিদেশি থাকেন, তাঁরাই মূলত নোবেল পেয়ে যাচ্ছেন।

কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের পর নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেলাগাম বিজেপি নেতা রাহুল সিনহা। ‘দ্বিতীয় স্ত্রী বিদেশি হলে, মূলত তারাই পাচ্ছে নোবেল। নোবেল পেতে এটা একটা ডিগ্রি কিনা জানি না।’ নোবেলজয়ীকে নিয়ে বেলাগাম বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। এদিন রাহুল বলেন, ‘যাঁদের দ্বিতীয় স্ত্রী বিদেশি থাকেন, তাঁরাই মূলত নোবেল পেয়ে যাচ্ছেন। এখন নোবেল পাওয়ার ক্ষেত্রে এটা একটা ডিগ্রি কি না আমি জানি না। পীযূষ গয়ালের বক্তব্য সঠিক কারণ এঁরা (অভিজিৎ) অর্থনীতিকে বামপন্থা নীতিতে রাঙিয়ে দিয়েছে। এরা অর্থনীতিকে বামপন্থা রীতিতে চালাতে চায়। বামপন্থা রীতি এদেশেই অচল হয়ে গিয়েছে।’ দেখুন রাহুল সিনহা ঠিক কী মন্তব্য করেছেন--
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















